• facebook
  • twitter
Wednesday, 26 March, 2025

মিলল লাইসেন্সহীন ডায়াগনস্টিক সেন্টার

মালদা জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র আশিস কুন্ডু আশ্বাস দিয়েছেন, চিকিৎসার নামে গরীব মানুষদের টাকা হাতালে কড়া পদক্ষেপ নেবে প্রশাসন।

রমরমিয়ে চলছিল লাইসেন্সহীন ডায়াগনস্টিক সেন্টার। অভিজ্ঞ স্টাফ নয় বরং ট্রেনি স্টাফরা করত যাবতীয় রক্ত পরীক্ষা। বিষয়টি প্রকাশ্যে আসতেই ডিস্ট্রিক্ট সার্ভেইল্যান্স টিম ডায়াগনস্টিক সেন্টারটিকে সিল করেছে। কিন্তু এখানেই থেমে নেই। সন্ধান মিলেছে নার্সিংহোমের কর্তৃপক্ষ ও অ্যাম্বুল্যান্স চালকের চালানো গোপন চক্রের। এই চক্রের মূল কাজ ছিল মালদা মেডিক্যাল কলেজে রেফার করা রোগীদের পরিবারকে ভুল বুঝিয়ে এই নার্সিংহোমে ভর্তি করানো।

জানা গিয়েছে, গাজোলের এক ব্যক্তি শ্বাসকষ্টের সমস্যা নিয়ে স্টেট্ জেনারেল হাসপাতালে আসে। সেখান থেকেই মালদা মেডিক্যাল কলেজে তাঁকে রেফার করা হয়। হাসপাতালে যাওয়ার পথে অ্যাম্বুল্যান্স চালক রোগীর পরিবারকে জানায় গৌড়কন্যা বাসস্ট্যান্ড সংলগ্ন নার্সিংহোমে ভালো উন্নতমানের চিকিৎসা হয়। সেই মতো, রোগীকে সেখানে নিয়ে গিয়ে ভর্তি করানো হয়। কিন্তু অভিযোগ উঠেছে, ওই হাসপাতালে চিকিৎসকরা রোগীকে পাঁচ ঘন্টার উপর দেখে কোনো চিকিৎসা ছাড়াই ১ লক্ষ টাকা বিল করে মেডিক্যাল কলেজে রেফার করে। অত টাকা বিল দেখে মাথায় হাত পড়ে রোগীর পরিবারের। চিকিৎসকরা জানান বিল না মেটালে রোগীকে ছাড়া হবে না। এরপরই ডিস্ট্রিক্ট সার্ভেইল্যান্স টিমের সাহায্যে রোগীকে উদ্ধার করে মালদা মেডিক্যাল কলেজে ভর্তি করানো হয়।

ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার অবনতি নিয়ে প্রশ্ন তুলেছে একাধিক রাজনৈতিক মহল। রাজ্য বিজেপির যুব মোর্চার সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায় এই ঘটনার সমালোচনা করে ডিএম অফিস ঘেরাও করে প্রতিবাদের দাবি করেছেন। তবে মালদা জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র আশিস কুন্ডু আশ্বাস দিয়েছেন, চিকিৎসার নামে গরীব মানুষদের টাকা হাতালে কড়া পদক্ষেপ নেবে প্রশাসন।