• facebook
  • twitter
Monday, 31 March, 2025

মালদহে ‘ডাইনি’ অপবাদে মহিলাকে পুড়িয়ে মারার চেষ্টা, আটক দুই

'ডাইনি' অপবাদ দিয়ে এক মহিলাকে পুড়িয়ে মারার চেষ্টা ঘিরে চাঞ্চল্য মালদহে। স্থানীয়দের তৎপরতায় প্রাণে বেঁচেছেন ওই মহিলা।

‘ডাইনি’ অপবাদ দিয়ে এক মহিলাকে পুড়িয়ে মারার চেষ্টা ঘিরে চাঞ্চল্য মালদহে। স্থানীয়দের তৎপরতায় প্রাণে বেঁচেছেন ওই মহিলা। মালদহ জেলার ইংরেজবাজার ব্লকের যদুপুর-২ নম্বর গ্রাম পঞ্চায়েতের জোহরাতলা গোবিন্দপুর এলাকার ঘটনা। এই ঘটনায় অভিযুক্ত আক্রান্তের নিজের পুত্রবধূ ও তাঁর বেয়ান। পুলিশ তাঁদের আটক করেছে। পুলিশের বক্তব্য, এটি পারিবারিক বিবাদ।

অসুস্থ স্বামী ও এক মেয়ে, ছেলে ও পুত্রবধূকে নিয়ে থাকে নির্যাতিতা গৃহবধূ। গৃহবধূর অভিযোগ, কয়েক বছর আগে তাঁর দুই ছেলে পরপর অসুস্থ হয়ে মারা যান। এরপর থেকেই তাঁকে ডাইনি অপবাদ দেন তাঁর পুত্রবধূ। এই নিয়ে মাঝে মধ্যেই সংসারে অশান্তি হত। এমনকী, বৌমা তাঁকে মারধর করতেন বলেও অভিযোগ মহিলার। বিষয়টি চরম পর্যায়ে পৌঁছয় গত ২৪ মার্চ। শাশুড়িকে ডাইনি অপবাদ দিয়ে পুড়িয়ে মেরে ফেলার চেষ্টা করেন তাঁর বৌমা। বৌমা তাঁর গায়ে কেরোসিন ঢালতেই মহিলা চিৎকার শুরু করেন। স্থানীয় লোকজন দৌড়ে এসে মহিলাকে উদ্ধার করেন।

ইংরেজবাজার থানায় পুত্রবধূ এবং তাঁর বেয়ান বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন মহিলা। সেই অভিযোগের ভিত্তিতেই দু’জনকে আটক করেছে পুলিশ। থানার আইসি সঞ্জয় ঘোষ বলেন, ‘ওই ধরনের কিছুই ঘটেনি। পারিবারিক কাজিয়া মাত্র।’ একই কপ্তহা শোনা গিয়েছে মহিলার ছেলের মুখেও। তাঁর দাবি, পারিবারিক অশান্তির জেরে এই ঘটনা ঘটেছে। নির্যাতিতা মহিলা বলেন, ‘ওরা স্বামী-স্ত্রী মিলে রোজ অশান্তি করত। আমি বলতাম কী করিস প্রতিদিন এমন। আমার ছেলেই আমায় মারধর করত। ডাইনি বলে গালাগাল করত। আমায় ডাইনি বলে পোড়াতেও গিয়েছিল।’

পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের মালদহ শাখার সভাপতি সুনীল দাস বলেন, ‘ডাইনি সন্দেহে খুন বা পুড়িয়ে মারার চেষ্টার ঘটনা আমাদের জেলায় নেই। এখন যে ধরনের ঘটনাগুলি ঘটছে আপনারা দেখবেন, হয় পারিবারিক গণ্ডগোল না হলে জমি নিয়ে বিবাদ। প্রয়োজনে আমরা ওই গৃহবধূর বাড়ি যাব।’