• facebook
  • twitter
Saturday, 5 April, 2025

মদ বিক্রির কারবার রুখতে একজোট মৈপীঠের মহিলাবাহিনী

রবিবার রাতে মহিলারা একজোট হয়ে হামলা করে ওই দোকানে। মদের বোতল বাইরে এনে ভেঙে ফেলা হয়। দোকানিকেও মারধর করা হয়।

মুদির দোকানের আড়ালে চলা বেআইনি মদ বিক্রির কারবার রুখতে এগিয়ে এলেন এলাকার মহিলারাই। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার মৈপীঠ কোস্টাল থানার দেবীপুর শনিরমোড় এলাকায়। মহিলাদের আক্রোশের মুখে পড়ে হিমশিম খেতে হয়েছে পুলিশকর্মীদেরও। জানা গিয়েছে, দেবীপুর শনিরমোড় এলাকায় বিশ্বজিৎ সাউ নামের এক দোকানি মুদির দোকানের আড়ালে বেআইনি মদের কারবার চালাচ্ছিলেন। এলাকার অনেকেই এই দোকান থেকে দেদার মদ কিনত। যেখানে সেখানে বসত মদের আসর। এমনকি এই তালিকায় নাম লিখিয়েছিল স্কুলের অনেক পড়ুয়ারাও। নেশায় আসক্ত হয়ে পড়ছিল তারা। বারবার অভিযোগ করা সত্ত্বেও কোনো প্রতিকার না হওয়ায় শেষ পর্যন্ত হাল ধরেছে এলাকার মহিলারাই।

রবিবার রাতে মহিলারা একজোট হয়ে হামলা করে ওই দোকানে। মদের বোতল বাইরে এনে ভেঙে ফেলা হয়। দোকানিকেও মারধর করা হয়। তাঁদের সাফ দাবি, মদ বিক্রি করা চলবে না। পরিস্থিতি সামলাতে ঘটনাস্থলে কোস্টাল থানার পুলিশ এসেছিল। কিন্তু তাতেও মহিলারা বিক্ষোভ বন্ধ করেনি। পুলিশদেরও ওই বিক্ষোভের সম্মুখীন হতে হয়েছে। আক্রান্ত হয়েছেন বেশ কয়েকজন পুলিশকর্মী। এরপর তাঁরা স্থানীয় লোক ও মহিলাদের সঙ্গে কথা বলে। তাঁদের দাবি মেনে অভিযুক্ত দোকানি বিশ্বজিৎ সাউকে গ্রেপ্তার করা হয়। তাতে পরিস্থিতি কিছুটা ঠান্ডা হয়। ধৃতকে সোমবার বারুইপুর মহকুমা আদালতে তোলা হয়েছে।