• facebook
  • twitter
Wednesday, 26 March, 2025

চালসায় খাঁচাবন্দি পূর্ণবয়স্ক চিতাবাঘ

ছাগলের টোপেই হল কাজ। চালসায় খাঁচাবন্দি পূর্ণবয়স্ক চিতাবাঘ। জলপাইগুড়ি জেলার মাটিয়ালি ব্লকের চালসার পাদ্রি কুঠি এলাকায় বাঘটি ধরা পড়ে।

চালসায় খাঁচাবন্দি পূর্ণবয়স্ক চিতাবাঘ। ছাগলের টোপেই কাজ হয়েছে বলে দাবি বন দপ্তরের। জলপাইগুড়ি জেলার মাটিয়ালি ব্লকের চালসার পাদ্রি কুঠি এলাকায় বাঘটি ধরা পড়ে। রবিবার ভোরে খাঁচাবন্দি হয় চিতাবাঘটি। ২০ থেকে ২৫ দিন আগে ওই খাঁচা পাতা হয়েছিল। কয়েকদিন ধরেই এলাকায় চিতাবাঘটি হামলা চালাচ্ছিল।

রবিবার ভোরে স্থানীয় বাসিন্দারা চিতাবাঘের গর্জন শুনতে পান। ভয়ে তাঁরা বাড়ি থেকে বেরোনোর সাহস পাচ্ছিলেন না। অবশেষে কয়েকজন দেখেন, একটি পূর্ণবয়স্ক চিতাবাঘ খাঁচার ভেতরে ধরা পড়েছে। খবর দেওয়া হয় বন দপ্তরের খুনিয়া স্কোয়াডে। খাঁচার আশপাশে ভিড় জমান প্রচুর সাধারণ মানুষ। খুনিয়া স্কোয়াডের রেঞ্জার সজলকুমার দে সহ বনকর্মীরা এসে খাঁচা সহ চিতাবাঘটি উদ্ধার করে নিয়ে যান।

বন দপ্তর সূত্রে খবর, চিতাবাঘটিকে গরুমারা জঙ্গলে ছেড়ে দেওয়া। বনকর্মীরা জানিয়েছেন, চিতাবাঘটিকে ধরতে ছাগলের টোপ দেওয়া হয়েছিল। সেই টোপের মাধ্যমেই রবিবার ভোরে খাঁচাবন্দি হয় চিতাবাঘটি। এর ফলে আপাতত স্বস্তিতে এলাকার বাসিন্দারা। কয়েকদিন ধরেই সন্ধ্যার পরপর সংলগ্ন এলাকার বিভিন্ন বাড়ি থেকে ছাগল, শূকর তুলে নিয়ে যাচ্ছিল চিতাবাঘটি।

News Hub