জয় জোহার মেলার শেষ দিনে পূর্ব বর্ধমানের কালনা-২ ব্লকের নেপাকুলি এলাকায় আদিবাসী ভূমিহীন পরিবারের হাতে জমির পাট্টা তুলে দেওয়া হল। এছাড়াও নানা অনুষ্ঠান হয়। এদিন উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ,পঞ্চায়েত সমিতির সভাপতি সোম্বারি মুর্মু, বিএলএলআরও দেবব্রত দাস, রাজ্য আদিবাসী উন্নয়ন পরিষদের সদস্য দেবু টুডু প্রমুখ। এদিন পাট্টা বিলি ছাড়া দু’দিন ব্যাপী আদিবাসীদের বিভিন্ন খেলাধুলা ও নৃত্যের প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে জয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
দেবু টুডু বলেন, একসময় আদিবাসীদের নিয়ে রাজনীতি হয়েছে, কোনও উন্নয়ন হয়নি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আদিবাসীদের প্রকৃত সম্মান দিয়েছেন। আজ অলচিকি হরফে আদিবাসী ছেলেমেয়েরা পড়াশোনা করতে পারছে। আমার মতো আদিবাসী পরিবার থেকে উঠে আসা লোকজন জনসাধারণের জনপ্রতিনিধিত্ব করছেন। আদিবাসী অধ্যুষিত এলাকার রাস্তা, পানীয় জল সহ বিদ্যুৎ পরিষেবা পৌঁছে গিয়েছে। স্বনির্ভরতায় আর্থিক সুবিধা পাচ্ছেন।
কালনা-১ ব্লকের নান্দাই অঞ্চলেও এদিন নাচ-গান সহ নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আদিবাসী জয় জোহার মেলার সমাপ্তি অনুষ্ঠান হয়। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রাবণী পাল, কালনা থানার আইসি সুজিত ভট্টাচার্য প্রমুখ।