নৈহাটির বড় মা এবার মগরাহাটের মুল্টীতে

নৈহাটির বড় মা এবার মগরাহাটের মুল্টীতে। মুল্টী তরুণ সংঘের এবারের কালী পুজোর থিম নৈহাটির বড় মা। ৫২-তম বর্ষের ক্লাবের প্যান্ডেলেও রয়েছে চমক। আলোকসজ্জাতেও রয়েছে নতুনত্ব। কালীপুজোর দিন থেকেই মুল্টীর বড় মা-কে দেখতে ভিড় জমাচ্ছেন কাতারে কাতারে মানুষ।

ক্লাব সদস্যরা জানাচ্ছেন, ৫২-তম বর্ষে মুল্টী তরুণ সংঘের নিবেদন নৈহাটির বড় মা। উত্তর ২৪ পরগনা জেলার নৈহাটির অন্যতম প্রাচীন পুজো হল বড় মা-র পুজো। সেই পুজো দেখতে সাড়া বাংলা থেকে নৈহাটিতে ভিড় জমান লক্ষ লক্ষ মানুষ। সেই বিষয়টিকে মাথায় রেখেই বড় মা-র অনুকরণে কালী প্রতিমা পূজিত হচ্ছে মুল্টীতে।

১৯ ফুটের প্রতিমা তৈরি হয়েছে মগরাহাটের মুল্টী তরুণ সংঘে। পুজোর পাশাপাশি তরুণ সংঘের উদ্যোগে প্রতি বছরই আয়োজিত হয় অঙ্কন প্রতিযোগিতা। এছাড়া পুজোর ক’দিন থেকে বিরাট বিচিত্রানুষ্ঠান। বাউল সঙ্গীতেরও আয়োজন করা হয়েছে এবার। মগরাহাটের এই পুজো দেখতে দক্ষিণ ২৪ পরগনার প্রত্যন্ত এলাকা থেকে ভিড় মুল্টীতে জমাচ্ছেন হাজার হাজার মানুষ।


এক দর্শনার্থীর কথায়, এখান থেকে নৈহাটি অনেকটাই দূর। ইচ্ছে ছিল বড় মা-কে সাক্ষাৎ দর্শন করে পুজো দেন। নৈহাটিতে যেতে না পারলেও মুল্টীতে বড় মা-কে দেখতে পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার। পরিবারের সবাইকে নিয়ে এই পুজো দেখলাম। এ এক অনন্য পাওনা। প্রতি বছরই কালী পুজো দেখতে মগরাহাট আসেন বলে জানান তিনি।