• facebook
  • twitter
Friday, 22 November, 2024

পড়ুয়াদের চন্দ্র সূর্য গ্রহ তারা বিজয়ের  স্বপ্ন দেখাতে বর্ধমানে ইসরোর বিজ্ঞানী

বর্ধমান সায়েন্স এন্ড নেচার ক্লাব বিদ্যালয়ের পঠন পাঠনের বাইরে হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্য দিয়ে ছাত্রদের নিয়মিত বিভিন্ন বিষয় ভিত্তিক ক্লাস করে থাকেন এবং তাদের প্রশ্নের সমাধান করে দেন।

শিল্প সাহিত্য সংস্কৃতির শহর বর্ধমান। সেই বর্ধমানে এবার বিজ্ঞানের বিজয় পতাকা তুলে ধরে শত শত ছাত্র-ছাত্রীকে চন্দ্র সূর্য গ্রহ তারা বিজয়ের স্বপ্ন দেখাতে বর্ধমান সায়েন্স এন্ড নেচার ক্লাবের আহবানে হাজির হলেন ইসরোর বিশিষ্ট মহাকাশ বিজ্ঞানী তথা রত্নগর্ভা বাংলার কৃতি সন্তান রাজীব সাহা। এ উপলক্ষে শ্রীরামকৃষ্ণ সারদা পীঠ উচ্চ বিদ্যালয়ে এক সেমিনারের আয়োজন করা হয়। বিদ্যালয়ের এনসিসি ক্যাডেটরা গার্ড অফ অনারের মধ্য দিয়ে  বিশিষ্ট বিজ্ঞানী রাজীব সাহা সহ তাঁর শিক্ষা গুরু তথা পশ্চিমবঙ্গের সায়েন্স এন্ড নেচার ক্লাবের কনভেনার পিন্টু রাহাকে সাদরে বরণ করে নেয়।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  জাতীয় শিক্ষক  ডঃ সুভাষচন্দ্র দত্ত এবং শ্রীরামকৃষ্ণ সারদাপীঠ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক চিত্তরঞ্জন পাল সহ একাধিক গণ্যমান্য ব্যক্তি। বর্ধমান সায়েন্স এন্ড নেচার ক্লাবের পক্ষ থেকে বিজ্ঞানী সহ উপস্থিত অতিথিদের পুষ্পস্তবক, উত্তরীয়, মেমেন্টো এবং একাধিক উপহার সহ সবুজ প্রাণ ফুল গাছের চারা দিয়ে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে এদিনের বিজ্ঞান বিষয়ক সেমিনারের উদ্বোধন হয়।

ছাত্র-ছাত্রীদের মহাকাশের সুলুক সন্ধান দেবার জন্য  বিজ্ঞানী রাজীব সাহা শিক্ষকের ভূমিকায় অবতীর্ণ হয়ে ছাত্র ছাত্রীদের সাথে বন্ধুর মতো মিশে ভারতীয় মহাকাশ বিজ্ঞানের খুঁটিনাটি বিষয়ের সাথে অতীত ও বর্তমানের গৌরবময় অধ্যা গুলি সুন্দরভাবে তুলে ধরেন প্রজেক্টরের মাধ্যমে। আগামী দিনে মহাকাশ বিজ্ঞানে ভারত যে আবার জগত সভায় শ্রেষ্ঠ আসন লাভ করতে চলেছে তার তথ্যনিষ্ঠ প্রমাণ তুলে ধরে ছাত্রদের তিনি এ বিষয়ে এগিয়ে এসে দেশমাতৃকার সেবা করার আহ্বান জানান।

সমগ্র অনুষ্ঠানটি সুন্দরভাবে সঞ্চালনা করেন বর্ধমান সায়েন্স এন্ড নেচার ক্লাবের সভাপতি  শিক্ষক বিশ্বরূপ দাস। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান, ‘ বর্ধমান সায়েন্স এন্ড নেচার ক্লাব বিদ্যালয়ের পঠন পাঠনের বাইরে হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্য দিয়ে ছাত্রদের নিয়মিত বিভিন্ন বিষয় ভিত্তিক ক্লাস করে থাকেন এবং তাদের প্রশ্নের সমাধান করে দেন। এছাড়াও সারা বছর জুড়ে তারা সমাজ সেবা, পরিবেশ উন্নয়ন, শিক্ষা, সংস্কৃতি এবং বিজ্ঞান সচেতনতা মূলক নানান কর্মকাণ্ড করে থাকেন। আগামী দিনে শহর বর্ধমানে বিদ্যালয় ছাত্র ছাত্রীদের দিয়ে একটি বিজ্ঞান মেলা করার ইচ্ছা রয়েছে।