সম্প্রতি পূর্ব বর্ধমানের নাদনঘাট এসটিকেকে রোডে দু’টি দুর্ঘটনায় ৬ জন বাইক আরোহীর প্রাণ গিয়েছে। ধরপাকড়, জরিমানা, সচেতনতা প্রচার করেও হেলমেট ছাড়া বেপরোয়াভাবে বাইক চলাচল আটকানো যাচ্ছে না। তাই বিজ্ঞানসম্মত পদ্ধতিতে দুর্ঘটনা রোধে ওই রাস্তার হেমাতপুর মোড় এলাকা পরিদর্শন করল প্রশাসনের একটি উচ্চ পর্যায়ের দল।
পশ্চিমবঙ্গ পরিবহণ পরিকাঠামো উন্নয়ন দপ্তরের ইঞ্জিনিয়ার সদানন্দ বড়ুয়া, অতিরিক্ত পুলিস সুপার রাহুল পাণ্ডে, আরটিও গোবিন্দ নন্দী, মহকুমা শাসক শুভম আগরওয়াল, এসডিপিও রাকেশ চৌধুরী সহ অন্যরা পরিদর্শক দলে ছিলেন। আধিকারিকরা হেমাতপুর মোড়ে রাস্তা সম্প্রসারণ, ডিভাইডার, রিফ্লেক্টর বসানো ও ট্রাফিক সিগনাল চালুর ভাবনা নিয়ে আলোচনা করেন।
এলাকার বাসিন্দাদের বক্তব্য, চালকরা সচেতন না হলে দুর্ঘটনা কমবে না। বেপরোয়া যানবাহন চালকদের বিরুদ্ধে প্রশাসনকে আরও কড়া হতে হবে। মহকুমা শাসক বলেন, বিজ্ঞানসম্মত উপায়ে দুর্ঘটনা এড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে। দুই সপ্তাহের মধ্যে একটি পরিকল্পনা তৈরি করা হবে।