মঙ্গলবার রাতে আইআইটি থেকে মালঞ্চে নিজের বাড়ি ফেরার সময় আক্রান্ত হলেন আইআইটির এক অধ্যাপক। তার গাড়ি ভাঙচুর করা হয় । ব্যক্তিগত নিরাপত্তার খাতিরে নিজের নাম প্রকাশ করতে চাইছেন না এই অধ্যাপক। খড়গপুর টাউন থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে এই ঘটনায় শহরের আইন শৃঙ্খলা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে।
খড়গপুর টাউন থানা সংলগ্ন এলাকা ক্রমশই দুষ্কৃতিদের মৃগয়াক্ষেত্র হয়ে উঠছে। টাউন থানা লাগোয়া গেটবাজারে একই রাতে পরপর আটটি দোকানে চুরির ঘটনার কিনারা এখনও অব্দি পুলিশ করতে পারেনি । তার মধ্যেই টাউন থানার অদূরে আইআইটি অধ্যাপকের গাড়ি ভাঙচুর এবং কয়েক কিলোমিটার গাড়ি তাড়া করার অভিযোগ সামনে এলো।
খড়গপুর আইআইটির এনার্জি সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিংয়ের অধ্যাপক সুদীপবাবু (নাম পরিবর্তিত) মঙ্গলবার রাত সাড়ে দশটা নাগাদ নিজেই গাড়ি চালিয়ে আইআইটি থেকে বাড়ি ফিরছিলেন। টাউন থানার সামনে রেলের একটি ব্রিজ আছে। এই ব্রিজ দিয়ে যাওয়ার সময় উল্টো দিক থেকে আসা বিয়েবাড়ির শোভাযাত্রার একজনের গায়ে সুদীপবাবুর গাড়ির ভিউয়িং গ্লাস হালকা ধাক্কা দেয়।
সঙ্গে সঙ্গেই তার গাড়ির ভিউয়িং গ্লাস সহ গাড়িতে ভাঙচুর চালায় কয়েকজন। কোন রকমে গাড়ি শোভাযাত্রার জট থেকে বের করে নিয়ে এসে মালঞ্চর বাড়ির দিকে রওনা দেন সুদীপবাবু। দুষ্কৃতীরা বাইকে চেপে তার গাড়িকে তাড়া করে। আতঙ্কের মধ্যে গাড়ি চালাতে চালাতে কোনো রকমে মালঞ্চয় নিজের বাড়ি পৌঁছে স্বস্তির শ্বাস ফেলেন সুদীপবাবু।
তার মা বলেন, ছেলের নিরাপত্তা নিয়ে আমি চিন্তিত। আইআইটি থেকে বাড়ি ফিরতে অনেক সময় রাত হয়। ও একাই গাড়ি ড্রাইভ করে নিয়ে আসে। ওই দুষ্কৃতীরা আবার হামলা চালাতে পারে। আমার ছেলেও সেই ভয় পাচ্ছে। তাই নিজের পরিচয় জানাতে চায় না। খড়গপুর শহরে ইদানিংকালে দুষ্কৃতি কার্যকলাপ বেড়ে যাওয়ায় চিন্তিত শহরের বাসিন্দারা। প্রায় প্রতিদিনই চুরি, ছিনতাই রেল শহরকে আতঙ্কের শহর করে তুলেছে।