• facebook
  • twitter
Monday, 28 April, 2025

বনগাঁয় বিধ্বংসী অগ্নিকাণ্ডে ভস্মীভূত ৯টি দোকান

মধ্যরাতে বিধ্বংসী অগ্নিকাণ্ড বনগাঁয়। রবিবার রাত ৩টে নাগাদ বনগাঁ বাটার মোড়ে একটি দোকানে প্রথমে আগুন লক্ষ্য করেন স্থানীয়রা।

মধ্যরাতে বিধ্বংসী অগ্নিকাণ্ড বনগাঁয়। রবিবার রাত ৩টে নাগাদ বনগাঁ বাটার মোড়ে একটি দোকানে প্রথমে আগুন লক্ষ্য করেন স্থানীয়রা। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের চারটি ইঞ্জিন। তিন ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে। কী করে আগুন লাগল, তা খতিয়ে দেখছে দমকল বাহিনী। নববর্ষের আগে বিপুল ক্ষয়ক্ষতিতে মাথায় হাত ব্যবসায়ীদের। বনগাঁ পুরসভার তরফে ব্যবসায়ীদের পাশে থাকার আশ্বাস দেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাটার মোড়ে একটি দোকানে প্রথমে আগুন লাগে। জুতোর দোকান, ব্যাগের দোকান থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। বনগাঁ দমকল বাহিনী থেকে তিনটি ইঞ্জিন ও গোবরডাঙ্গা থেকে একটি ইঞ্জিন এবং বনগাঁ পুরসভার জলের গাড়ি দিয়ে আগুন নেভানো হয়। ঘটনাস্থলে যান বনগাঁ পুরসভার পুরপ্রধান গোপাল শেঠ এবং বনগাঁ থানার আইসি। গোপাল শেঠ বলেন, ‘বাটার মোড়ে যে সমস্ত অস্থায়ী দোকান ছিল, তার মধ্যে ন’টি দোকান পুড়ে ভস্মীভূত হয়ে গিয়েছে। আগামীতে বনগাঁ পুরসভা এই দোকানদারদের পাশে থাকবে।’