রাজ্য পুলিশের এসটিএফের অভিযানে জীবনতলা থেকে বিপুল পরিমাণ কার্তুজ উদ্ধার। মোট ১৯৪ রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছে। এই ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। কোথা থেকে এল এই বিপুল পরিমাণ কার্তুজ? সেই প্রশ্নই খুঁজছেন তদন্তকারীরা। শনিবার ধৃতদের আলিপুর আদালতে তোলা হলে বিচারক ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।
গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার রাতে দক্ষিণ ২৪ পরগনার জীবনতলা থানার ইশ্বরীপুর এলাকায় অভিযান চালায় রাজ্য পুলিশের এসটিএফের বিশেষ টিম। আবু তালেব মোল্লার বাড়ি থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ কার্তুজ। বাড়ির মালিক ছাড়াও আরও তিন ব্যক্তিকে ঘটনাস্থল থেকেই গ্রেপ্তার করা হয়। বেআইনি অস্ত্র কারবারের সঙ্গে তারা জড়িত কিনা খতিয়ে দেখছে পুলিশ।
সাম্প্রতিক অতীতে কলকাতা-সহ রাজ্যের দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় বেআইনি অস্ত্র উদ্ধার হয়েছে। একাধিক ব্যক্তিকেও গ্রেপ্তার করেছে পুলিশ। অন্যদিকে সুন্দরবন কোস্টাল থানার পুলিশ অস্ত্র-সহ এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে। ধৃতের নাম – আবুসিদ্দিক মোল্লা। তার কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড কার্তুজ। হেতালবাড়ি খেয়াঘাট সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।