• facebook
  • twitter
Wednesday, 2 April, 2025

হাওড়ার বেলগাছিয়ায় নিয়ন্ত্রিত জল সরবরাহ

ফের হাওড়ায় জলকষ্টের সম্ভাবনা তৈরি হয়েছে। ধসের কারণে শহরের নিকাশি ব্যবস্থার অবস্থা খুব খারাপ। শুরু হয়েছে ড্রেন তৈরির কাজ।

প্রতীকী চিত্র

ফের হাওড়ায় জলকষ্টের সম্ভাবনা তৈরি হয়েছে। ধসের কারণে শহরের নিকাশি ব্যবস্থার অবস্থা খুব খারাপ। শুরু হয়েছে ড্রেন তৈরির কাজ। এই কাজ শেষ না হওয়া পর্যন্ত আগামী কয়েকদিন সন্ধ্যাবেলায় জল পাবেন না হাওড়ার বেলগাছিয়ার বাসিন্দারা। উত্তর হাওড়ার বিধায়ক গৌতম চৌধুরী জানিয়েছেন, নিকাশি ব্যবস্থার মেরামতির জন্যই আপাতত কয়েকদিন সন্ধ্যাবেলায় জল সরবরাহ বন্ধ রাখা হবে। কিন্তু সকালে ও দুপুরে মিলবে জল।

কয়েকদিন আগে ধসের জেরে পাইপলাইন ফেটে যাওয়ায় হাওড়ার বেলগাছিয়ায় জল সরবরাহ বন্ধ ছিল। পরে তা ফের স্বাভাবিক হয়। কিন্তু নিকাশি ব্যবস্থা সম্পূর্ণ নষ্ট হয়ে যাওয়ায় শুরু হয়েছে মেরামতির কাজ। সেই কারণে আগামী কয়েকদিন জল সরবরাহ নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নিকাশি ব্যবস্থার একেবারে বেহাল অবস্থা বেলগাছিয়া এলাকায়। এর জেরে কলের জল মিশে যাচ্ছে নর্দমায়। দুর্গন্ধময় কালো জলে রাস্তাঘাট ভেসে যাচ্ছে। এই পরিস্থিতিতে দ্রুত নিকাশি ব্যবস্থা সংষ্কার করতে চাইছে প্রশাসন।