এক যুবকের মৃত্যুকে ঘিরে রহস্যের দানা বেঁধেছে। আটক এক গৃহবধূ। খুন নাকি আত্মহত্যা, তদন্ত করছে পুলিশ। ঘটনাটি ঘটেছে, নদিয়ার কল্যাণী থানার বসন্তপুর এলাকায়।
স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, মৃত যুবকের নাম মফি গোলদার (২৩)। বাড়ি কল্যাণীর মদনডাঙ্গা এলাকায়। কল্যাণীর ঘোড়াগাছা এলাকার বাসিন্দা মেহেরুন বিবি নামে এক গৃহবধুর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন মফি। বৃহস্পতিবার বসন্তপুর এলাকায় মফি এবং মেহেরুন একটি বাড়ি ভাড়া নেন।
অভিযোগ, শুক্রবার সকালে মেহেরুন এবং কয়েকজন যুবক টোটো করে মফিকে কল্যাণী জেএনএম হাসপাতালে নিয়ে আসেন। সেখানেই চিকিৎসকরা মফিকে মৃত বলে ঘোষণা করেন। অভিযোগ, এরপর হাসপাতাল থেকে পালানোর চেষ্টা করেন মেহেরুন ও তার সাঙ্গপাঙ্গরা। কয়েকজন পালিয়ে গেলেও পালাতে পারেননি মেহেরুন। ধরা পড়েন হাসপাতালে কর্তব্যরত পুলিশের হাতে।
মফির পরিবারের অভিযোগ, খুন করা হয়েছে তাঁদের ছেলেকে। যদিও মেহেরুনের স্বামী আবু সালাম মণ্ডল বলেন, ‘মফির সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল মেহেরুনের। অনেকবার বারণ করার সত্ত্বেও কথা শোনেনি। বৃহস্পতিবার রাতে বাড়ি ফেরেনি মেহেরুন। রাতে একবার ফোন করে জিজ্ঞাসা করেছিল খেয়েছি কিনা। ব্যস! তারপর আর কোনো কথা হয়নি। কী ঘটেছে জানি না।’
পুলিশ সূত্রে খবর, জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে মেহেরুনকে। পুরো ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।