ইদের রাতে শ্যালকের হাতে ‘খুন’ জামাইবাবু

প্রতীকী ছবি

ইদের রাতে শ্যালকের হাতে ‘খুন’ জামাইবাবু। হুগলির চক বাঁশবেড়িয়ার চুরি মহল্লার ঘটনা। অকস্মাৎ বচসার জেরেই খুন নাকি পিছনে পুরনো শত্রুতা? তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশের তরফে জানানো হয়েছে, দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। আটক করা হয়েছে দুই অভিযুক্তকে।

পুলিশ সূত্রে খবর, মৃতের নাম আক্রম হোসেন ওরফে বিট্টু। ইদ উপলক্ষে বিট্টুর বাড়িতে খাওয়াদাওয়ার আয়োজন করা হয়েছিল। তাঁর দুই শ্যালক রোহিত ও গুড্ডু মণ্ডলও এসেছিল। একসঙ্গে খাওয়াদাওয়া করার সময় অশান্তি শুরু হয়। অভিযোগ, সেই সময় আচমকা ছুরি নিয়ে এসে আক্রমকে এলোপাথাড়ি কোপাতে শুরু করে রোহিত ও গুড্ডু।

রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন বিট্টু। চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় তাঁর। এরপর পুলিশে অভিযোগ দায়ের করা হয়। মৃত যুবকের দাদা আনোয়ার হোসেন বলেন, ‘ভাইকে অ্যাম্বুল্যান্সে করে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করি। কিন্তু রাস্তাতেই মৃত্যু হয়। কী কারনে খুন করল আমি জানি না। ঘটনার সময় আমি বাড়িতে ছিলাম না।’