সরস্বতী পুজোর সকালে দত্তপুকুরে উদ্ধার হল যুবকের মুণ্ডহীন দেহ। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। সূত্রের খবর, সোমবার সকালে জমিতে কাজের জন্য গিয়েছিলেন উত্তর ২৪ পরগনার দত্তপুকুরের ছোট জাগুলিয়া এলাকার বাসিন্দারা। প্রথমে তাঁরাই জমির ধারে যুবকের রক্তাক্ত দেহ দেখতে পান। কাছে গিয়ে দেখা যায় ধর থেকে মুণ্ডু আলাদা। তড়িঘড়ি পুলিশে খবর দেওয়া হলে পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে নিয়ে যায় ময়নাতদন্তের জন্য। যদিও এখনও পর্যন্ত কাটা মাথা উদ্ধার করা যায়নি। তা উদ্ধার করতে এলাকায় তল্লাশি শুরু করেছে পুলিশ। কে বা কারা যুবককে খুন করল? কাটা মাথা কোথায় ফেলা হল? সমস্ত বিষয় খতিয়ে দেখছে পুলিশ।
স্থানীয় সূত্রে খবর, যেখানে যুবকের দেহ উদ্ধার করা হয়েছে তার পাশেই ছিল কয়েকটি মদের গ্লাস। যা দেখে তদন্তকারীদের প্রাথমিক অনুমান, মদ্যপানের আসরেই খুন করা হয়েছে যুবককে।