• facebook
  • twitter
Monday, 24 March, 2025

ছাত্রীদের অশ্লীল মেসেজ, পদত্যাগ প্রধান শিক্ষকের

রাতে ছাত্রীদের অশ্লীল মেসেজ পাঠানোর অভিযোগ উঠেছে পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর কাষ্ঠশালী নিভাননী উচ্চ বিদ্যালয়ের তিন স্কুল শিক্ষকের বিরুদ্ধে।

প্রতীকী ছবি

রাতে ছাত্রীদের অশ্লীল মেসেজ পাঠানোর অভিযোগ উঠেছে পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর কাষ্ঠশালী নিভাননী উচ্চ বিদ্যালয়ের তিন স্কুল শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে বিক্ষোভ দেখিয়েছে পড়ুয়া এবং অভিভাবকদের একাংশ। পদত্যাগ করতে বাধ্য হয়েছেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধানশিক্ষক নিরঞ্জন মণ্ডল। জানা গিয়েছে, কয়েকজন ছাত্রী বুধবার প্রধান শিক্ষকের কাছে স্কুলের তিন শিক্ষকের বিরুদ্ধে ফোনে অশ্লীল মেসেজ পাঠানোর অভিযোগ জানিয়েছিল।

ছাত্রীদের বক্তব্য, তাদের অঙ্কের শিক্ষক রাত হলেই ফোনে বাজে মেসেজ করেন। ছবি পাঠাতে বলেন। আর ভূগোলের শিক্ষক ক্লাসে ম্যাপ করাতে গিয়ে খারাপভাবে স্পর্শ করেন। কিন্তু অভিযোগের পরেও স্কুল কর্তৃপক্ষ এই নিয়ে কোনো মাথাব্যথাই দেখায়নি। ফলত, অভিভাবক ও পড়ুয়ারা বিক্ষোভ দেখাতে শুরু করেন। বৃহস্পতিবার রাত পর্যন্ত চলা স্কুল পরিচালন সমিতির বৈঠকেও সমস্যার সুরাহা না হলে প্রধান শিক্ষক পদত্যাগ করেন।

News Hub