কালীপুজোর আগের রাতে অঘটন। সরকারি হোম থেকে উদ্ধার হল কিশোরের ঝুলন্ত দেহ। তার বয়স ১৬। চাঞ্চল্যকর এই ঘটনাটি দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটের। পুলিশের প্রাথমিক অনুমান, আত্মহত্যা করেছে ওই কিশোর। কীভাবে কিশোরের মৃত্যু হল, তা জানতে দেহটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
বালুরঘাট ব্লকের ডাঙ্গা গ্রাম পঞ্চায়েত এলাকায় ওই হোমটি রয়েছে। মূলত নাবালকদেরই ওই হোমে রাখা হয়। ওই হোমের আবাসিক ৫০ জনের মধ্যে বাংলাদেশের ৫-৬টি শিশু রয়েছে। বুধবার রাতে হোমের শৌচালয় থেকে ওই কিশোরের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। সূত্রের খবর, দেহটি গামছার ফাঁস লাগানো ছিল।
হোম থেকে দেহ উদ্ধারের ঘটনায় গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। বালুরঘাট থানার শীর্ষ আধিকারিকেরা ঘটনাস্থলে যান। অতিরিক্ত জেলা শাসক (ভূমি ও রাজস্ব) হরিশ রসিদ, চাইল্ড ওয়েলফেয়ার কমিটির চেয়ারম্যান মন্দিরা রায় হোমে যান। কর্তৃপক্ষ, কর্মীর পাশাপাশি অন্যান্য আবাসিকদের সঙ্গে কথা বলেন তাঁরা।
পুলিশ সূত্রে খবর, হোমের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। ওই কিশোরের বন্ধুদের সঙ্গে কথা বলা হচ্ছে। হোমে নিরাপত্তার কড়াকড়ি থাকা সত্ত্বেও কীভাবে এমন ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছে তদন্তকারী আধিকারিকেরা। হোমের কর্মীদেরও জিজ্ঞাসাবাদ করছে বালুরঘাট থানার পুলিশ।
প্রায় ৯ বছর ধরে মৃত কিশোর বালুরঘাট ব্লকের ডাঙ্গা গ্রাম পঞ্চায়েত এলাকার ওই হোমে ছিল। রাস্তা থেকে উদ্ধারের পর প্রথমে মালদহের হোমের ছিল ওই কিশোর। পরে তাকে বালুরঘাটের হোমে নিয়ে আসা হয়। জেলা প্রশাসন সূত্রে, একটি অস্বাভাবিক মৃত্যু মামলা রুজু হয়েছে। গোটা ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ।