রাজ্য সড়কের ধার থেকে উদ্ধার প্রৌঢ়ের ঝুলন্ত দেহ, চাঞ্চল্য হরিণঘাটায়

প্রতীকী চিত্র।

বৃহস্পতিবার ভোরে রাস্তার ধারে ঝুলন্ত দেহকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল নদিয়ার জেলার হরিণঘাটা থানার কাষ্ঠডাঙা এলাকায়। রাজ্য সড়কের পাশে আম গাছ থেকে এক প্রৌঢ়কে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্থানীয়েরা। তারপর পুলিশে খবর দেওয়া হলে, পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে নিয়ে যায়। খুন নাকি আত্মহত্যা, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।

স্থানীয় সূত্রে খবর, এ দিন ভোরে কাষ্ঠডাঙা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের সাতশিমুলিয়া এলাকায় রাজ্য সড়কের পাশে এক প্রৌঢ়কে গলায় দড়ি দিয়ে আম গাছ থেকে ঝুলতে দেখেন স্থানীয়েরা। দ্রুত হরিণঘাটা থানায় খবর দেওয়া হলে, পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে হরিণঘাটা গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। দেহ উদ্ধারকে ঘিরে গ্রামবাসীদের অনুমান, ওই ব্যক্তিকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। ঠিক কীভাবে মৃত্যু, তা জানতে দেহটি ময়নাতদন্তের জন্য পাঠান হয়েছে। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট এলে তবেই মৃত্যুর কারণ স্পষ্ট হবে বলে মত তদন্তকারী আধিকারিকদের।