• facebook
  • twitter
Monday, 31 March, 2025

আমডাঙায় চাষের জমি থেকে উদ্ধার মহিলার অর্ধনগ্ন, আধপোড়া দেহ

চাষের জমি থেকে এক মহিলার অর্ধনগ্ন ও আধপোড়া দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে আমডাঙার চণ্ডীগড় পঞ্চায়েতের শশীপুর খাসপাড়া গ্রামে।

প্রতীকী চিত্র।

চাষের জমি থেকে এক মহিলার অর্ধনগ্ন ও আধপোড়া দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে আমডাঙার চণ্ডীগড় পঞ্চায়েতের শশীপুর খাসপাড়া গ্রামে। স্থানীয়দের অনুমান, তাঁকে ধর্ষণ করে খুন করা হয়েছে। বুধবারই এলাকায় ডগ স্কোয়াড এনে তদন্ত শুরু করেছে পুলিশ। আমডাঙার এই ঘটনার সঙ্গে দত্তপুকুর কাণ্ডের মিল পাচ্ছেন অনেকে। বুধবার সকালে খাসপাড়া গ্রামের বাসিন্দারা চাষের জমিতে এক আধপোড়া মহিলার দেহ দেখতে পান। খবর পেয়ে ঘটনাস্থলে আসে আমডাঙা ও শিবদাসপুর থানার পুলিশ।

সূত্রের খবর, ওই মহিলার দুই পায়ের উপরের অংশ, পেটের কিছুটা অংশ ও শরীরের ঊর্ধ্বাঙ্গ ঝলসানো অবস্থায় ছিল। অর্ধনগ্ন ওই মহিলার হাতে ছিল শাখা-পলা ও মাথায় ছিল সিঁদুর। পুলিশের অনুমান, ওই মহিলা সম্ভবত বিবাহিত। খুনের আগে ওই মহিলাকে ধর্ষণ করা হয়েছিল কি না তা জানতে ময়নাতদন্তের রিপোর্টের জন্য অপেক্ষা করছেন তদন্তকারীরা। মৃত মহিলার পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। বিভিন্ন থানায় তাঁর ছবি পাঠিয়েছেন তদন্তকারীরা। সম্প্রতি কোনও মিসিং ডায়েরি হয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। এলাকাবাসীদের দাবি, ওই মহিলা এলাকার বাসিন্দা নন। রাতের অন্ধকারে এলাকায় মৃতদেহটি ফেলে রেখে গিয়েছে দুষ্কৃতীরা।