• facebook
  • twitter
Wednesday, 2 April, 2025

মিনাখাঁয় উদ্ধার মহিলার অর্ধনগ্ন দেহ

ভেসে ওঠা মহিলার দেহ নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে মিনাখাঁ এলাকায়। উত্তর ২৪ পরগনার মিনাখাঁর ধুতুরদহ গ্রাম পঞ্চায়েতের দেবিতলা আদপে খুবই শুনশান এলাকা।

প্রতীকী চিত্র।

ভেসে ওঠা মহিলার দেহ নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে মিনাখাঁ এলাকায়। উত্তর ২৪ পরগনার মিনাখাঁর ধুতুরদহ গ্রাম পঞ্চায়েতের দেবিতলা আদপে খুবই শুনশান এলাকা। জায়গাটি মেছোভেড়ি এলাকা হিসেবেও পরিচিত। সেখানেই শনিবার সকালে ভেসে ওঠে এক অর্ধনগ্ন মহিলার ক্ষতবিক্ষত দেহ। বয়স আনুমানিক ৩৮ বছর। দেহের একাধিক জায়গায় রয়েছে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন।

পুলিশের অনুমান, কেবল অস্ত্রের আঘাত নয়, ভারী কিছু দিয়েও মহিলাটিকে বারংবার আঘাত করা হয়েছে। শরীরে চাপ চাপ রক্তের দাগ দেখা গিয়েছে। বিষয়টি প্রথমে স্থানীয়দের চোখে পড়েছিল। তাঁরাই মিনাখাঁ থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে দেহটি উদ্ধার করে। স্থানীয়দের ধারণা, মহিলাটিকে ধর্ষণ করে খুন করা হয়েছে। তবে স্পষ্ট করে কিছুই বোঝা যাচ্ছে না। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

রিপোর্ট এলে গোটা বিষয়টি পরিষ্কার হবে বলে মনে করা হচ্ছে। মৃতার পরিচয় জানার জন্য আশেপাশের এলাকায় খোঁজ চালাচ্ছে পুলিশ। সম্প্রতি কেউ নিখোঁজ হয়েছেন কিনা সেটিও খতিয়ে দেখা হচ্ছে।