• facebook
  • twitter
Thursday, 13 March, 2025

ভারত-বাংলাদেশ সীমান্তে ১৪ লক্ষ টাকার সোনা উদ্ধার

জওয়ানরা সন্দেহভাজন ব্যক্তিকে তল্লাশি করে এবং তাঁর মানিব্যাগ থেকে একটি সোনার বার উদ্ধার করেন। জওয়ানরা তাঁকে ধরে পুট্টিখালী সীমান্ত ফাঁড়িতে নিয়ে যান।

ভারত-বাংলাদেশ সীমান্তে ১৪ লক্ষ টাকার ১১৬ গ্রাম সোনা উদ্ধার করল বিএসএফ। বাংলাদেশ থেকে ভারতে অবৈধভাবে পাচারের চেষ্টা করার সময় দুই চোরাকারবারীকে আটক করেছে সীমান্তরক্ষী বাহিনী। ১১৬ গ্রাম সোনার বার উদ্ধার করেছে তারা। উদ্ধার হওয়া সামগ্রীর বাজার মূল্য আনুমানিক কয়েক লক্ষ টাকা।

বিএসএফ সূত্রে খবর, ১৯৪ ব্যাটালিয়ন বিএসএফের জওয়ানরা বাংলাদেশ থেকে ভারতে সোনা পাচারের তথ্য পান। এই তথ্যের ভিত্তিতে, জওয়ানরা মাজদিয়া এবং নালুপুর গ্রামে দুটি নাকা চেকপোস্ট তৈরি করে। তল্লাশির সময়, জওয়ানরা সন্দেহভাজন ব্যক্তিকে তল্লাশি করেন। তাঁর মানিব্যাগ থেকে একটি সোনার বার উদ্ধার করেন। জওয়ানরা তাঁকে ধরে পুট্টিখালী ফাঁড়িতে নিয়ে যান।

ধৃতকে জিজ্ঞাসাবাদের সময় জানা যায়, তিনি পুট্টিখালী গ্রামের বাসিন্দা এবং চোরাকারবারীদের হয়ে কাজ করেন। তিনি কৃষ্ণগঞ্জ ব্রিজের কাছে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির কাছে এই সোনার বারটি হস্তান্তর করতে যাচ্ছিলেন, যার বিনিময়ে তিনি ৫০০ টাকা পেতেন। বিএসএফ জওয়ানদের তৎপরতায় চোরাচালানকারীদের পরিকল্পনা ব্যর্থ হয় এবং ঘটনাস্থলেই হাতেনাতে ধরা পড়েন তিনি। ঘটনায় দু’জন পাচারকারীকে আটক করা হয়েছে। ১১৬ গ্রাম সোনার বার উদ্ধার করেছে বিএসএফ।