• facebook
  • twitter
Monday, 20 January, 2025

নাচের মঞ্চে বন্ধুকে খুন, গ্রেপ্তার অভিযুক্ত বন্ধু

নাচের অনুষ্ঠানের মধ্যে বন্ধুর গলায় ধারালো অস্ত্রের কোপ! স্থানীয়েরা যুবককে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয় যুবককে।

প্রতীকী চিত্র।

নাচের অনুষ্ঠানের মধ্যে বন্ধুর গলায় ধারালো অস্ত্রের কোপ! স্থানীয়েরা যুবককে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয় যুবককে। ঘটনার তদন্তে নেমে অভিযুক্ত বন্ধু সৌরভ দাস ওরফে পাশাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে কাঁথি পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের খড়গ চণ্ডীর শ্মশান এলাকায়।

স্থানীয় সূত্রে খবর, কাঁথির মনোহরচক এলাকার এক ক্লাবের বার্ষিক অনুষ্ঠান চলছিল। সেই সময় মঞ্চে নাচতে ওঠেন এলাকারই এক যুবক অজগর মল্লিক (২৫)। অভিযোগ, নাচের মধ্যেই তাঁর গলায় ধারালো অস্ত্র চালায় সৌরভ। অকুস্থলেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন অজগর। এলাকাবাসী যুবককে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পরে এলাকায়। পুলিশ সূত্রে খবর, পুরনো কোনও শত্রুতার কারণেই খুন করা হয়েছে যুবককে। অন্যদিকে খুনের খবর প্রকাশ্যে আসতেই ঘটনাস্থলে যান কাঁথির এসডিপিও দিবাকর দাস। তিনি বলে, ‘মনোহরচকের মঞ্জুরি গোষ্ঠী ক্লাবে বাৎসরিক একটি অনুষ্ঠান চলছিল। রাত্রি দেড়টা নাগাদ দুই বন্ধুর বচসা হয়। তারপর একজন ধারালো অস্ত্রের কোপ মারে আরেকজনের গলায়। তাতে যুবকের মৃত্যু হয়েছে।’ ধৃতকে জেরা করে খুনের নেপথ্যের অন্যান্য সম্ভাব্য কারণ খতিয়ে দেখছে পুলিশ।