যাত্রীবাহী বাসের সঙ্গে বালি বোঝাই লরির মুখোমুখি সংঘর্ষে এক শিশু সহ মোট ১৪ জন গুরুতর জখম হয়েছে। ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে শনিবার বর্ধমানের জৌগ্রাম জামালপুর রোডের পর্বতপুর এলাকায়। আহতদের সকলকে জামালপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে।
যাত্রী নিয়ে বাসটি জৌগ্রাম থেকে জামালপুর যাওয়ার পথে পর্বতপুর গ্রামে এই দুর্ঘটনাটি ঘটে। উল্টোদিক থেকে একটি লরি চলে আসায় নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি ধাক্কা মারে বাসটি। যাত্রীদের অনেকে জানিয়েছেন, দ্রুতগতিতে বাসটি যাচ্ছিলো। চালক মোবাইল ফোনে কথা বলছিলো। আচমকা একটি বাঁকের মুখে হর্ন না বাজিয়ে উল্টোদিক থেকে একটি বালি বোঝাই লরি সামনে চলে আসায় বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। মুখোমুখি ধাক্কা মারে লরিটিতে। এই দুর্ঘটনায় যদিও এখনও পর্যন্ত কেউ প্রাণ হারাননি বলেই জানা গিয়েছে। কিন্তু গুরুতর আহত অনেকেই।