পাইপগান, পিস্তল ও গুলিসহ পাঁচ দুষ্কৃতীকে গ্রেপ্তার করলো বর্ধমানের শক্তিগড় থানার পুলিশ। বর্ধমান-কালনা রাজ্য সড়কে আটাগড় এলাকা থেকে তাদের ধরা হয়। জানা গিয়েছে, ওই রাস্তা ধরে পাঁচজন একটি চারচাকা গাড়িতে করে যাবার সময় সন্দেহ হওয়ায় গাড়িটি দাঁড় করায় পুলিশ। যাত্রীদের কথায় সন্দেহ হওয়ায় পুলিশ গাড়িতে তল্লাশি শুরু করে।
তল্লাশিতে একটি পিস্তল, একটি পাইপগান ও তিন রাউন্ড গুলি উদ্ধার হয়। এরপর অস্ত্রসহ গাড়িটি বাজেয়াপ্ত করা হয়। ধৃতদের নাম আহমেদ মিঞাঁ, সেখ আল আমিন, আব্দুল হোসেন, তাপস বৈরাগ্য ও সেখ রিপন। এরা অস্ত্র কেনাবেচার সঙ্গে যুক্ত বলে প্রাথমিক অনুমান পুলিশের। ওই পাঁচজন আটাগড় এলাকায় অস্ত্র সরবরাহ করতে যাচ্ছিল বলে পুলিশের দাবি। এদিন তাদের আদালতে তোলা হলে বিচারক চারদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন।