পূর্ব বর্ধমানের কালনা মহকুমার নাদনঘাট থানা এলাকায় দমকল কেন্দ্র গড়তে দুই মন্ত্রীর আলোচনা হলো। উদ্যোগী হয়েছেন এলাকার বিধায়ক তথা মন্ত্রী স্বপন দেবনাথ। দমকল কেন্দ্র গড়ার জন্য দমকল মন্ত্রী সুজিত বসুর সঙ্গে দেখা করে প্রস্তাব জমা দেন মন্ত্রী। তাঁর আবেদনে সাড়া দিয়ে সুজিত বসু দীর্ঘ আলোচনার পর দমকল কেন্দ্র গড়ার আশ্বাস দিয়েছেন বলে জানা গেছে।
কালনা মহকুমার মধ্যে কালনা শহরে রয়েছে একটি দমকল কেন্দ্র। এছাড়াও পূর্বস্থলী থানা এলাকায় রয়েছে আরও একটি। কিন্তু মাঝে নাদনঘাট থানা এলাকায় নেই কোনও দমকল কেন্দ্র। নাদনঘাটে বহু ঘন জনবসতি রয়েছে। নসরৎপুর সমুদ্রগড় অঞ্চলে রয়েছে তাঁত কাপড়ের বৃহত্তম হাট সহ পাইকারি ঘিঞ্জি বাজার, একাধিক সুতো ও কাপড়ের দোকান। এইসব এলাকায় আগুন লাগলে প্রায় ২০ কিলোমিটার দূরত্বে পূর্বস্থলী বা কালনা থেকে দমকল পৌঁছতে সময় লাগে। ফলে ক্ষতির পরিমাণ অনেকটাই হয়ে যায়। সেই দিক চিন্তা করে বিধায়ক স্বপন দেবনাথ বেশ কিছুদিন ধরেই এলাকায় একটি ছোট মাপের হলেও দমকল কেন্দ্র গড়ে তোলার উদ্যোগ চালিয়ে যাচ্ছেন। নসরৎপুর এলাকায় জমি শনাক্ত করার কাজও শেষ হয়েছে। সোমবার এই বিষয়ে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে কলকাতায় সুজিত বসুর সঙ্গে দেখা করে প্রস্তাব জমা দেন তিনি ।
উল্লেখ্য, কিছুদিন আগে নাদনঘাটের নিমতলা এলাকায় একটি পাটের গোডাউন সহ আরও একটি এলাকায় অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। মন্ত্রী বলেন, ছোট রাস্তা ঘিঞ্জি এলাকাগুলিতে আগুন লাগলে বড়ো গাড়ি কালনা বা পূর্বস্থলী থেকে এসে পৌঁছতে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেকটাই বেড়ে যায়। তাই ছোট দমকলের ইঞ্জিন যুক্ত একটি সাব কেন্দ্র গড়ে তোলার জন্য দমকল মন্ত্রীর কাছে প্রস্তাব জমা দিয়েছি। দমকল মন্ত্রী বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার আশ্বাস দিয়েছেন। দমকল কেন্দ্রটি গড়ে উঠলে অগ্নিকাণ্ডের ঘটনায় ঘিঞ্জি সরু রাস্তায় দ্রুত পৌঁছে গিয়ে আগুন নেভাতে পারবে। উপকৃত হবেন মানুষ।