বাউড়িয়া নর্থ জুটমিলে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। পুড়ে গিয়েছে মিলের একাংশ। দমকলের দু’টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায়। বৃহস্পতিবার সকালে জুটমিলের ২ নম্বর ইউনিটে আগুন লেগে যায়। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা চত্বর। শ্রমিকদের মধ্যে তীব্র আতঙ্কের সৃষ্টি হয়। তাঁরাই দমকলে খবর দেন। কী কারণে আগুন লাগল, তা খতিয়ে দেখা হচ্ছে।
ভাগীরথীর পশ্চিম পাড়ে রয়েছে বাউড়িয়া জুটমিল। প্রায় এক হাজার শ্রমিক তিনটি শিফটে কাজ করেন এই মিলে। এদিন সকাল আচমকা মিলের একাংশে আগুন ধরে যায়। খবর পেয়েই ঘটনাস্থলে আসে দমকলের দু’টি ইঞ্জিন। কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন দমকলকর্মীরা। মিলে দাহ্য পদার্থ মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।
জুটমিল সূত্রে খবর, অগ্নিকাণ্ডের কারণে এদিন ২ নম্বর ইউনিট বন্ধ রাখা হয়। ফলে বেলার শিফটে কাজ করতে এসে অনেকেই ফিরে যান। দমকলের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকে আগুন লাগার ঘটনা ঘটে থাকতে পারে। অগ্নিকাণ্ডের জেরে ইউনিটের সমস্ত কিছু পুড়ে ছাই হয়ে গিয়েছে। এর আগেও বাউড়িয়ায় নর্থ জুটমিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।