• facebook
  • twitter
Thursday, 28 November, 2024

হাওড়ার বহুতলে বিধ্বংসী আগুন, পুড়ে ছাই একাধিক নথি

স্থানীয়রা দমকলে খবর দিলে দুটি ইঞ্জিনের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন।

প্রতীকী চিত্র।

বৃহস্পতিবার দুপুরে বহুতলে আগুনকে কেন্দ্র করে আতঙ্ক ছড়াল হাওড়ার বি গার্ডেনে। স্থানীয়রা দমকলে খবর দিলে দুটি ইঞ্জিনের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন।
স্থানীয় সূত্রে খবর, এদিন দুপুরে হঠাৎ করেই হাওড়ার বি গার্ডেনের নস্করপাড়া এলাকার একটি বহুতল থেকে কালো ধোঁয়া বের হতে দেখেন আবাসিকরা। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা গ্রাস করে পুরো এলাকা। খবর দেওয়া হয় দমকলে। ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন গিয়ে দীর্ঘক্ষণের চেষ্টায় নিয়ন্ত্রণে আনে আগুন। যদিও আগুনের জেরে কেউ হতাহত হননি। ওই বহুতলের আবাসনের এক আবাসিকের কথায়, ‘কালো ধোঁয়া দেখে তড়িঘড়ি নামিয়ে আনা হয় বাসিন্দাদের। ফলে কেউ আহত হননি। তবে অনেক কাগজপত্র পুড়ে ছাই হয়ে গিয়েছে’। কী থেকে আগুন? তা জানতে ঘটনাস্থলের ফরেনসিক পরীক্ষা করানো হবে বলে জানান এক পুলিশকর্তা। যদিও দমকলের প্রাথমিক অনুমান, বহুতলের কোনও আবাসন পুজোর জন্য জ্বালানো হয়েছিল। সেখান থেকেই আগুন ছড়িয়ে পরে।