• facebook
  • twitter
Monday, 7 April, 2025

বালুরঘাটে খোঁজ মিলল ভুয়ো ভোটারের

দক্ষিণ দিনাজপুর জেলায় ফের সন্ধান মিলল ভুয়ো ভোটারের। অভিযোগ, বালুরঘাটের এক ভোটারের এপিক নম্বরে রয়েছে গুজরাতের এক ব্যক্তির নাম।

দক্ষিণ দিনাজপুর জেলায় ফের সন্ধান মিলল ভুয়ো ভোটারের। অভিযোগ, বালুরঘাটের এক ভোটারের এপিক নম্বরে রয়েছে গুজরাটের এক ব্যক্তির নাম। সোমবার বালুরঘাট শহরের পাঁচ নম্বর ওয়ার্ডে ভোটার লিস্ট অনুযায়ী সমীক্ষার কাজ করছিলেন তৃণমূলের নেতারা। সেই সময়ই গোটা বিষয়টি প্রকাশ্যে আসে। এই ঘটনায় গোটা শহরজুড়ে শোরগোল পড়ে গিয়েছে।

বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক কুমার মিত্র বলেন, আমি পাঁচ নম্বর ওয়ার্ড থেকে নির্বাচিত জনপ্রতিনিধি। মুখ্যমন্ত্রীর নির্দেশের পর সোমবার বালুরঘাট শহরের পাঁচ নম্বর ওয়ার্ডে ভোটার লিস্ট অনুযায়ী সমীক্ষার কাজ চলছিল। সেই সময় দেখা যায়, ডালিয়া রায় নামে এক মহিলার এপিক নম্বরে রয়েছে গুজরাটের ভারত ভাই প্রজাপতি নামে এক ব্যক্তির নাম।

ডালিয়ার বাবা বীরেশ্বর রায় বলেন, রায়গঞ্জে মেয়ের বিয়ে হয়ে গিয়েছে। তার পরেও এখানকার ভোটার লিস্টে ওর নাম দেখে অবাক লাগছে। আবার জানতে পারলাম, ওই একই এপিক নাম্বারে গুজরাটের এক ব্যক্তির নাম রয়েছে। গোটা বিষয়টা দেখে আমি অবাক হয়ে গিয়েছি। তৃণমূলের বালুরঘাট শহর সভাপতি প্রীতম রাম মণ্ডল বলেন, মুখ্যমন্ত্রীর নির্দেশের পর আমরা বাড়ি বাড়ি গিয়ে ভোটার লিস্ট খতিয়ে দেখা শুরু করেছি। ভোটার লিস্টে কারচুপির বিষয়ে মুখ্যমন্ত্রী যে আশঙ্কা করেছিলেন, তা সত্যি বলে প্রমাণিত হচ্ছে।

দিন কয়েক আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতার নেতাজি ইন্ডোরের সভায় দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরের এক ভোটারের নাম ধরে প্রকাশ্যে ভুয়ো ভোটারের বিষয়টি তুলে ধরেন। এবার সেই একই জেলার বালুরঘাটে মিলল ভুয়ো ভোটার।