নকল ওষুধ সরবরাহ ও মজুত রাখার অভিযোগে গ্রেপ্তার করা হল এক সংস্থার মালিককে। ঘটনাটি ঘটেছে হাওড়ার আমতায়। এ দিন রাজ্য ড্রাগ কন্ট্রোল বিভাগের আধিকারিকরা আমতার একটি গুদামে অভিযান চালান। দেখা যায়, সেখানে লক্ষ লক্ষ টাকার জাল ওষুধ মজুত করে রাখা আছে। সেই সব ওষুধ বাজেয়াপ্ত করা হয়েছে। আচমকা হানা দেওয়ায় এই সাফল্য পেয়েছে রাজ্য ড্রাগ কন্ট্রোল বিভাগ।
এদিন অভিযুক্ত হোলসেলারের সেই গুদামে হানা দিয়ে অন্তত ১৭ লক্ষ টাকার ওষুধ বাজেয়াপ্ত করা হয়েছে। পাশাপাশি গ্রেপ্তার করা হয়েছে সংস্থার মালিক বাবলু মান্নাকে। সংস্থার নাম মান্না এজেন্সি। জানা গিয়েছে, তিনি বিহারের পাটনা থেকে নকল ওষুধগুলি আমতায় নিয়ে আসতেন। ড্রাগ কন্ট্রোল বিভাগের আধিকারিক সূত্রে খবর, ওই সংস্থা ১ কোটি ৮৬ লক্ষ টাকার জাল ওষুধ বাজারে সরবরাহ করেছে। ইতিমধ্যেই সংস্থাটির অফিস সিল করে দেওয়া হয়েছে। তদন্তের জন্য অফিস থেকে বেশ কয়েকটি নথি বাজেয়াপ্ত করেছে তদন্তকারীরা।
উল্লেখ্য, নামী কোম্পানির ওষুধের কিউআর কোড জাল করে ওষুধের উপর লাগিয়ে প্রতারণা চালাচ্ছিল মান্না এজেন্সি। সেই খবর পেয়ে আচমকা হানা দেয়। ড্রাগ কন্ট্রোল বিভাগের আধিকারিকরা। এই অভিযানেই সাফল্য পাওয়া গেল।