• facebook
  • twitter
Saturday, 12 April, 2025

সোদপুরে জাল ওষুধ, অসুস্থ শিশু

ফের জাল ওষুধ বিক্রির অভিযোগ উঠেছে সোদপুরের এক ওষুধের দোকানের বিরুদ্ধে। ওই দোকান থেকে কেনা জাল ওষুধ খেয়ে অসুস্থ হয়ে পড়ে এক শিশু।

প্রতীকী চিত্র

ফের জাল ওষুধ বিক্রির অভিযোগ উঠেছে সোদপুরের এক ওষুধের দোকানের বিরুদ্ধে। ওই দোকান থেকে কেনা জাল ওষুধ খেয়ে অসুস্থ হয়ে পড়ে এক শিশু। ওই শিশুর পরিবার ও এলাকার লোকেরা দোকানের সামনে বিক্ষোভ শুরু করেছিল। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশবাহিনী। দোকানটি সিল করে দোকানের মালিককে গ্রেপ্তার করা হয়েছে।

জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে এক মহিলা তাঁর সন্তানের জন্য সোদপুরের একটি দোকান থেকে ওষুধ কিনেছিল। দোকানটির অবস্থান সোদপুরের নীলগঞ্জ রোডের উপর। ওই মহিলার অভিযোগ, বাড়ি গিয়ে ওষুধ খাওয়ানোর পর আরও অসুস্থ হয়ে পড়ে তাঁর সন্তান। এরপরই তিনি দোকানের গিয়ে জাল ওষুধ বিক্রি করা নিয়ে প্রতিবাদ করেন। কিন্তু দোকানের মালিক বিষয়টি মানতে চাননি। জানাজানি হতেই এলাকার লোকেরাও দোকানের সামনে মহিলার সঙ্গে প্রতিবাদে সামিল হন। হুলুস্থুল কান্ড শুরু হয় এলাকায়। বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে আসে খড়দহ থানার পুলিশবাহিনী। তাঁদের হস্তক্ষেপেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পুলিশ ইতিমধ্যেই দোকানটিকে সিল করে দিয়েছে। আক্রান্ত শিশুর পরিবার এবং স্থানীয়দের অভিযোগের উপর ভিত্তি করে দোকানের মালিককেও গ্রেপ্তার করা হয়।

প্রসঙ্গত উল্লেখ্য, সম্প্রতি বাজারে ছেয়ে গেছে লক্ষাধিক টাকার জাল ওষুধ। রাজ্য ড্রাগ কন্ট্রোল বোর্ড ইতিমধ্যেই বেশ কিছু জাল ওষুধ বাজেয়াপ্ত করেছে যার বাজার মূল্য প্রায় কুড়ি লক্ষ টাকা। জানা গিয়েছে, এই জাল ওষুধগুলি মূলত বাইরে থেকে এই রাজ্যে আসছে। ভিনরাজ্যের তালিকায় রয়েছে বিহার,উত্তরপ্রদেশ, ওড়িশাসহ আরও বেশ কয়েকটি রাজ্য। দ্বিগুন লাভের লোভে দোকানদাররা এই ওষুধ কিনছেন। তবে সজাগ রয়েছেন রাজ্যের পুলিশ। খবর পেলেই সিল করে দেওয়া হচ্ছে জাল ওষুধের কারবার।