সর্ষের তেলে মেশানো হচ্ছে সাদা তেল, ইবির হানায় জালিয়াতির পর্দাফাঁস

সর্ষের তেলের সঙ্গে দেদার মেশানো হচ্ছে সাদা তেল। নদিয়া জেলার রানাঘাটের একটি তেলের কারখানায় হানা দিয়ে এমনই দৃশ্য দেখল ডিস্ট্রিক্ট এনফোর্সমেন্ট ব্রাঞ্চ। আর তাতেই চাঞ্চল্য ছড়াল গোটা এলাকায়। কোন কোন দোকানে ওই দোকানে পাঠানো হত, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন।

ভেজাল সর্ষের তেল বানানো এবং বিক্রির অভিযোগে নদিয়ার রানাঘাট আইশতলা থেকে ওই তেল ব্যবসায়ীকে আটক করেছে ডিস্ট্রিক্ট এনফোর্সমেন্ট ব্রাঞ্চ। তাঁর নাম – স্বপন ঘোষ। বাজেয়াপ্ত করা হয়েছে একাধিক ভেজাল তেল এবং তেল তৈরির সামগ্রী। গোপন সূত্রে খবর পেয়ে রানাঘাট আইশতলা কালীতলা পাড়া এলাকায় একটি ভোজ্য তেলের কারখানায় হানা দেয় ডিস্ট্রিক্ট এনফোর্সমেন্ট ব্রাঞ্চের অফিসাররা।

পুলিশ সূত্রে খবর, গোপন সূত্রে খবর আসে নদিয়ার রানাঘাট আইশতলা কালিতলা এলাকার বাসিন্দা স্বপন ঘোষ নামে এক ব্যক্তি নিজস্ব সর্ষের তেল তৈরির কারখানায় সর্ষের তেলের সঙ্গে রাইস ব্রান (সাদা তেল) তেল মিশিয়ে বাজারে বিক্রি করছেন।


এরপর ডিস্ট্রিক্ট এনফোর্সমেন্ট ব্রাঞ্চ হানা দেয় অভিযুক্ত স্বপন ঘোষের কারখানায়। সেখানে দীর্ঘক্ষণ তল্লাশি চালিয়ে ডিস্ট্রিক্ট এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকরা একাধিক সর্ষের তেলের টিন, রাইসব্র্যান্ড তেল সহ কাঁচা সর্ষে ও বেশ কিছু পরিমাণ রাসায়নিক পদার্থ বাজেয়াপ্ত করে।

ভেজাল তেল বাজারে বিক্রি এবং বানানোর অভিযোগে স্বপন ঘোষ নামে ওই তেল ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে ইবি।
এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। পুলিশ সূত্রে খবর, এইরকম ভেজাল পণ্য তৈরি এবং বিক্রির বিরুদ্ধে ভবিষ্যতে আরও অভিযান চলবে।