• facebook
  • twitter
Saturday, 26 April, 2025

বহরমপুরে ‘আত্মঘাতী’ ইঞ্জিনিয়ারিং পড়ুয়া, রহস্য

মুর্শিদাবাদের বহরমপুরে আত্মঘাতী হল ইঞ্জিনিয়ারিং পড়ুয়া এক ছাত্র। মৃত্যু ঘিরে দানা বেঁধেছে রহস্য। বুধবার রাতে ঘটনাটি ঘটে বহরমপুর থানার চুঁয়াপুর এলাকায়।

প্রতীকী চিত্র।

মুর্শিদাবাদের বহরমপুরে আত্মঘাতী হল ইঞ্জিনিয়ারিং পড়ুয়া এক ছাত্র। মৃত্যু ঘিরে দানা বেঁধেছে রহস্য। বুধবার রাতে ঘটনাটি ঘটে বহরমপুর থানার চুঁয়াপুর এলাকায়। মৃত পদ্মনাভ ঘোষ নিজের ঘরে গলায় দড়ির ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। ঘটনার দিন রাতে পদ্মনাভকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান তার পরিবারের সদস্যরা। সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। কি কারণে পদ্মনাভ এই সিদ্ধান্ত নিল, তা কিছুতেই বুঝে উঠতে পারছেন না পরিবারের সদস্যরা। সে কারণেই এই মৃত্যু ঘিরে তৈরি হয়েছে রহস্য। পুলিশ দেহ ময়নাতদম্ভের জন্য পাঠিয়েছে। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্তে নেমেছে।

স্থানীয় এবং পরিবার সূত্রে জানা যায়, আত্মঘাতী পদ্মনাভ জেলারইজিয়াগঞ্জ থানার একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে পড়ত। পড়াশোনায় মেধাবী এই ছাত্র কয়েকদিন ধরেই মানসিক অবসাদে ভুগছিল। ঘটনার দিন রাতে পরিবারের বাকি সদস্যদের সাথে বসে রাতের খাবার খায়। তারপর নিজের ঘরে যায়। কিছুক্ষণ পরেই তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায়। মৃতের দাদা সিদ্ধার্থ ঘোষ বৃহস্পতিবার হাসপাতালে দাঁড়িয়ে সাংবাদিকদের বলেন, “কি কারণে এই ঘটনা ঘটল, তা আমাদের কাছে রহস্যের। তবে লোকমুখে শুনছি, ও নাকি মানসিক অবসাদে ছিল। সত্যিই এ কারণে আত্মহত্যার সিদ্ধান্ত নিল, নাকি এর পিছনে অন্য কোনো কারণ রয়েছে তা আমরা এখনও সন্ধান করতে পারিনি। কারণ তাকে বাড়িতে কখনও মানসিক অবসাদগ্রস্থ বলে আমাদের মনে হয়নি।”