• facebook
  • twitter
Saturday, 5 April, 2025

ছাদ থেকে পড়ে মৃত্যু বৃদ্ধের

আবাসনের ছাদ থেকে পড়ে মৃত্যু হল এক বৃদ্ধের। মৃতের নাম বৈদ্যনাথ পাল (৯২)। সোমবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে হাওড়ার শিবপুর থানা এলাকায়।

প্রতীকী চিত্র।

আবাসনের ছাদ থেকে পড়ে মৃত্যু হল এক বৃদ্ধের। মৃতের নাম বৈদ্যনাথ পাল (৯২)। সোমবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে হাওড়ার শিবপুর থানা এলাকার মন্দিরতলা এলাকায়। দীর্ঘদিন ধরে বৃদ্ধা স্ত্রী ছবি পালকে নিয়ে সেখানেই থাকতেন তিনি।

স্থানীয় সূত্রে খবর, শ্রীরামপুর কলেজের প্রাক্তন অধ্যাপক বৈদ্যনাথবাবু অবসরের পর থেকে ওই এলাকার আবাসনে থাকতেন। দীর্ঘদিন ধরে ছিল বার্ধক্যজনিত সমস্যা। এ দিন সন্ধ্যায় বাড়িতে টিভি দেখার সময় হঠাৎ করেই ছাদে যান তিনি। সেই সময় তাঁর স্ত্রী ছবিদেবী ছিলেন পাশের ঘরে। ছাদে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই ভারী কিছু নিচে পড়ার আওয়াজ পান আবাসনের নিরাপত্তারক্ষীরা। তড়িঘড়ি গিয়ে দেখেন রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন বৃদ্ধ।

তারপর বৃদ্ধকে উদ্ধার করে হাওড়ার এক হাসপাতালে নিয়ে যাওয়া হলে, সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। মৃতের পরিবার সূত্রে খবর, বার্ধক্যজনিত অসুস্থতার কারণে কোনও দিনই ছাদে যেতেন না বৈদ্যনাথবাবু। তাহলে কি আত্মহত্যা করার জন্যই এ দিন রাতের অন্ধকারে ছাদে যান তিনি। ঘটনার তদন্তে নেমে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে খতিয়ে দেখছে পুলিশ।