• facebook
  • twitter
Tuesday, 1 April, 2025

বারুণী মেলায় তলিয়ে গেল আট বছরের বালক

তল্লাশি চালিয়ে স্থানীয়রাই উদ্ধার করে ছোট্ট বিবেককে। এরপরই তাঁকে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। কিন্তু শেষরক্ষা হয়নি।

প্রতীকী চিত্র

জলপাইগুড়ির করলা নদীর ঘাটে মহা সমারোহে চলছিল বারুণী মেলা। কিন্তু তারই মধ্যে ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা! বাবা-মায়ের চোখের আড়াল হতেই নদীতে নেমে যায় মেলায় ঘুরতে আসা আট বছরের বালক বিবেক রায়। জলের গভীরতা সে বুঝতে পারেনি। বেশি দূর পর্যন্ত চলে গিয়েছিল। কাউকে বোঝার সময়টুকু দেয়নি। মুহূর্তেই তলিয়ে যায় সে। ছেলেকে না দেখতে পেয়ে খোঁজাখুঁজি শুরু করে বাবা-মা। স্নানের জন্য ঘেরা ছিল নদীর বেশ কিছুটা অংশ।
তল্লাশি চালিয়ে স্থানীয়রাই উদ্ধার করে ছোট্ট বিবেককে। এরপরই তাঁকে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। কিন্তু শেষরক্ষা হয়নি। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। জানা গিয়েছে, জলপাইগুড়ির গৌরী হাট সংলগ্ন বারুণী ঘাটে পুণ্য স্নানের আয়োজন করা হয়েছে। সেখানেই বাবা মায়ের সঙ্গে গিয়েছিল বিবেক। ঘাটে চুল-দাড়ি কাটতে ব্যস্ত ছিলেন বিবেকের বাবা। মায়ের সঙ্গে হাত ধরে ঘাটেই দাঁড়িয়ে ছিল ছেলে। কখন মায়ের অজান্তেই হাত ছাড়িয়ে এগিয়ে গিয়েছিল কেউ লক্ষ্য করেনি। আশেপাশে ছেলেকে দেখতে না পেয়ে মা খোঁজ শুরু করেন। এরপরই জলে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় তার দেহ।