• facebook
  • twitter
Wednesday, 18 September, 2024

রেশন দুর্নীতি কাণ্ডে কল্যাণীর মহিলা ফুড ইন্সপেক্টরের বাড়িতে ইডির হানা

রেশন দুর্নীতির অন্যতম অভিযুক্ত বাকিবুর রহমান 'ঘনিষ্ঠ' ফুড ইন্সপেক্টরের বাড়িতে হানা দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।

রেশন দুর্নীতির অন্যতম অভিযুক্ত বাকিবুর রহমান ‘ঘনিষ্ঠ’ ফুড ইন্সপেক্টরের বাড়িতে হানা দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। শুক্রবার সকালে নদিয়ার কল্যাণীর বাসিন্দা ওই মহিলা ফুড ইন্সপেক্টরের বাড়িতে কেন্দ্রীয় বাহিনী নিয়ে হাজির হন ইডির আধিকারিকেরা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকাল সাড়ে ৮টা নাগাদ কল্যাণীর ৫-এর পল্লীর বাসিন্দা সালমা হেমব্রম নামে এক মহিলা ফুড ইন্সপেক্টরের বাড়িতে হাজির হন ইডির ৫ আধিকারিক। যদিও সেই সময় সালমা বাড়িতে ছিলেন না।

সূত্রের খবর, সালমা দক্ষিণ ২৪ পরগণার ভাঙড়ের ফুড ইন্সপেক্টর পদে রয়েছেন। বাকিবুর রহমানের সঙ্গে গোপন আঁতাত রয়েছে এই সালমার। আপাতত অসুস্থতার কারণে সালমা কল্যাণীর একটি নার্সিংহোমে ভর্তি রয়েছেন।

৫-এর পল্লীর বাড়িতে সালমার দেওর, দেওরের স্ত্রী ও তাঁদের সন্তান রয়েছেন। তাঁদের জিজ্ঞাসাবাদ করছেন ইডি আধিকারিকরা। এখনও চলছে তল্লাশি। বাড়ির বাইরে কড়া পাহারা দিচ্ছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।