ইঞ্জেকশনের পর শিশুর মৃত্যু, উত্তাল উখড়া

প্রতীকী ছবি

ইঞ্জেকশন দেওয়ার কিছুক্ষণের মধ্যেই এক শিশুর মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল দুর্গাপুরের অণ্ডাল থানার উখড়া এলাকায়। ভুল চিকিৎসার অভিযোগে ক্ষুব্ধ জনতা অভিযুক্ত চিকিৎসক রাজেশ মাজির চেম্বারে ব্যাপক ভাঙচুর চালায়। উত্তেজিত জনতার ইট-পাটকেলের আঘাতে আহত হন অণ্ডাল থানার ওসি মেঘনাথ মণ্ডলও।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুর্গাপুরের উখড়া সরপি রোডের পুরাতন হাটতলায় নিজস্ব চেম্বারে প্র্যাকটিস করেন চিকিৎসক রাজেশ মাজি। শুক্রবার সকালে পাণ্ডবেশ্বরের জোয়ালভাঙ্গা এলাকার বাসিন্দা রাজু বাউড়ি তাঁর ছয় বছরের ছেলে গোবিন্দকে চিকিৎসার জন্য রাজেশ মাজির চেম্বারে নিয়ে আসেন। শিশুটি পেটের অসুখ ও ডিহাইড্রেশনে ভুগছিল। চিকিৎসক তাকে কয়েকটি ইনজেকশন দেন।

ইঞ্জেকশনের পর পরিবার শিশুটিকে বাড়ি নিয়ে যায়। কিন্তু সন্ধ্যার মধ্যে তার শারীরিক অবস্থার গুরুতর অবনতি ঘটে। ফের চেম্বারে নিয়ে এলে চিকিৎসক শিশুটিকে হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেন। কিছুক্ষণ পরেই শিশুটি মারা যায়।


শিশুটির বাবা রাজু বাউড়ি চিকিৎসকের ভুল চিকিৎসার অভিযোগ তোলেন। খবর ছড়িয়ে পড়তেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। আত্মীয়-পরিজন ও এলাকাবাসী চেম্বারে ভাঙচুর চালান। তবে অভিযুক্ত চিকিৎসক আগেই চেম্বার ছেড়ে পালিয়ে যান।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উখড়া ফাঁড়ি ও অণ্ডাল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। উত্তেজিত জনতা পুলিশের উপর ইট-পাটকেল ছোড়ায় আহত হন থানার ওসি-সহ কয়েকজন পুলিশকর্মী।

বর্তমানে অভিযুক্ত চিকিৎসকের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। আহত পুলিশকর্মীদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা চলছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় এখনও উত্তেজনা রয়েছে।