বাঁকুড়া মেডিক্যাল কলেজের মেয়েদের হোস্টেলের শৌচালয় থেকে উদ্ধার মত্ত যুবক, যা ঘিরে মহিলাদের নিরাপত্তা নিয়ে শুরু হয়েছে আশঙ্কা।
ঠিক কী ঘটেছিল?
শুক্রবার,নবমীর সন্ধ্যায় নিরাপত্তারক্ষীদের চোখ এড়িয়ে আচমকাই এক যুবক ঢুকে পড়ে হাসপাতাল চত্বরে। পুজোয় ছুটি থাকায় অধিকাংশ আবাসিক ছিলেন না হোস্টেলে। মাত্র কয়েকজনই রয়েছেন হোস্টেলে। হঠাৎই গতকাল রাতে মত্ত অবস্থায় এক যুবক হাসপাতাল চত্বরে ঢুকে পড়। তারপর সে সটান ঢুকে পড়ে ছাত্রী-আবাসের ওল্ড বিল্ডিং-এর দোতলায়। আবাসিকের নজর এড়িয়ে সে মহিলাদের শৌচালয়ে আশ্রয় নেয়।
এক আবাসিক শৌচালয় গেলে সেই যুবককে আপত্তিকর অবস্থায় দেখতে পান। আতঙ্কিত হয়ে ওঠেন ছাত্রী। চিৎকার করলে ঘটনাস্থলে উপস্থিত হন হোস্টেলের বাকিরা। যুবক তড়িঘড়ি শৌচালয়ের দরজা ভেতর থেকে বন্ধ করে দেন। আবাসিকদের পক্ষ থেকে পুলিশে খবর দেন। বাঁকুড়া সদর থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে শৌচালয় থেকে উদ্ধার করেন যুবককে। কীভাবে নিরাপত্তারক্ষীদের চোখ এড়িয়ে যুবক ঢুকলেন শৌচাললয়ে এবং কেনই বা ঢুকলেন, তা নিয়ে ধন্দ তৈরি হয়েছে।
আরজি কর কাণ্ডের প্রতিবাদে এবং ১০ দফা দাবিকে সামনে রেখে গত শনিবার থেকে ধর্মতলায় ৬ জন জুনিয়র চিকিৎসক অনশনরত। সেই আবহেই ঘটে গেল বাঁকুড়া মেডিক্যাল কলেজে এই ঘটনা, যা নিয়ে আবারও হাসপাতাল চত্বরের নিরাপত্তা প্রশ্নের মুখে।