পুলিশের অভিযানে মগরাহাট থেকে উদ্ধার হয়েছে কয়েক কোটি টাকার মাদক। মাছের ক্রেটের মধ্যে লুকিয়ে কয়েক কুইন্টাল মাদক পাচার করার চেষ্টা করা হয়েছিল। কিন্তু শেষপর্যন্ত তা আর সম্ভব হয়নি। মঙ্গলবার মধ্যরাতে ডায়মন্ড হারবার জেলা পুলিশ গোপন সূত্র মারফত মাদক পাচারের খবর পেয়েছিল। সেই খবরের উপর ভিত্তি করে মগরাহাট থানার পুলিশ তল্লাশি শুরু করে। মগরাহাটের ধামুয়া-মাগুরপুকুর রোডে যাতায়াতকারী গাড়িগুলিকে দাঁড় করিয়ে তল্লাশি করা হয়।
অভিযান চলাকালীন, মাছের ক্রেটসহ একটি ছোট ম্যাটাডোরকে দাঁড় করানো হয়েছিল। ভিতরে কি আছে জিজ্ঞেস করতে জানানো হয়, মাছ নিয়ে যাওয়া হচ্ছে। কিন্তু পুলিশ চেকিং করবে শুনেই গাড়ি চালক পালিয়ে যায়। তখনই সন্দেহ হয় পুলিশের। এরপরই মাছের ক্রেটগুলি খুলে তাঁর ভিতর থেকে উদ্ধার হয় পর পর সাজানো প্যাকেট। তার মধ্যে যে মাদক রয়েছে তা বুঝতে আর পুলিশের অসুবিধা হয়নি। গাড়িতে চালক ছাড়াও আরও একজন ছিল। তাঁকে আটক করেই পুলিশ তদন্ত শুরু করেছে।
জেরায় জানা গিয়েছে, ওড়িশা থেকে এই মাদক পাচার করা হচ্ছিল। কিন্তু কে বা কারা এই মাদক সরবরাহ করেছে অথবা কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল সেই বিষয় কোনো তথ্য পাওয়া যায়নি। জানা গিয়েছে, এই পরিমাণ মাদকের বাজারমূল্য প্রায় কয়েক কোটি টাকা। তাই পুলিশের এই সফল অভিযান প্রশংসার পাশাপাশি গুরুত্বপূর্ণ বলেও মনে করা হচ্ছে।