রাতের অন্ধকারে ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া মুর্শিদাবাদের রানিতলা থানা এলাকায় পুলিশের তল্লাশি অভিযানে উদ্ধার হলো ২৭ লক্ষ টাকার মাদক। সেই সঙ্গে পুলিশের হাতে ধরা পড়ে পাচারকারী। ধৃতের কাছ থেকে মেলে ২৭০ গ্রাম হেরোইন। পুলিশি সূত্রে জানা যায়, তল্লাশি অভিযানের সময় বৃহস্পতিবার রাতে স্থানীয় একটি ইটভাটার পাশে দুই ব্যক্তিকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে পুলিশ। পুলিশের গাড়ি দেখেই তারা পালাতে শুরু করে। একজন পালিয়ে গেলেও, ধরা পড়ে যায় জাহিদুল সেখ নামে এক ব্যক্তি। তল্লাশি চালাতেই উদ্ধার হয় তার কাছে থাকা ২৭০ গ্রাম হেরোইন। উদ্ধার হওয়া হেরোইনের বর্তমান বাজার মূল্য প্রায় ২৭ লক্ষ টাকা বলে পুলিশ জানতে পেরেছে। জিজ্ঞাসাবাদ করে পুলিশ আরও জানতে পারে, ধৃতের বাড়ি রানিতলা সংলগ্ন ভগবানগোলা থানা এলাকার লবণগোলা এলাকায়।
ভগবানগোলার এস ডি পি ও উত্তম গড়াই বলেন, “আমাদের পুলিশ আধিকারিক অশোক প্রসাদ নাকা করছিলেন। থানার পিছনে বালিগ্রামে একটি ইটভাটা রয়েছে। সেখানে দু’জনকে সন্দেহভাজন অবস্থায় দেখতে পায়। দু’জন পালাতে থাকে। তাদের তাড়া করে একজনকে ধরে ফেলেন। তাকে ধরার পরে আমাদের খবর দেন। আমরা এখানে এসে ধৃতকে সার্চ করি। তার কাছ থেকে উদ্ধার হয় ২৭০ গ্রাম হেরোইন। উচ্চ আদালতের নির্দেশ মতো সেটা ভিডিওগ্রাফি এবং সার্চ সিজ করে বাকি যা যা প্রসেস আছে, সেটা শুরু করা হয়েছে। উদ্ধার হওয়া মাদকের বাজারমূল্য ২৭ লক্ষ টাকা। ধৃতের সঙ্গে আরও দু’জন ছিল। তাদের নাম আমরা জানতে পেরেছি। তাদের নামও এই কেসে ট্যাগ করা হবে। ধৃতকে আদালতে পাঠিয়ে হেফাজতে নেওয়ার আবেদন করা হবে।”