• facebook
  • twitter
Sunday, 27 April, 2025

ব্রাউন সুগার-সহ আটক ৬

কাছেই বাংলাদশের সীমান্ত। তার অদূরেই কোচবিহারের শীতলকুচির পাঠানটুলি এলাকায় কাঁটাতারের গা ঘেঁষা একটি বাড়ির ছোট্ট একটা ঘরে চলছিল মাদক কারখানা।

প্রতীকী ছবি

কাছেই বাংলাদশের সীমান্ত। তার অদূরেই কোচবিহারের শীতলকুচির পাঠানটুলি এলাকায় কাঁটাতারের গা ঘেঁষা একটি বাড়ির ছোট্ট একটা ঘরে চলছিল মাদক কারখানা। রীতিমতো সব রকমের সরঞ্জামসহ গুছিয়ে ব্রাউন সুগার তৈরির কারবার খুলে বসেছিল বেশ কয়েকজন। খবর পেয়েই অভিযান চালায় পুলিশ। গ্রেপ্তার হয়েছে মোট ছ’জন।

সূত্রের খবর, পুলিশের কাছে খবর এসেছিল শীতলকুচি ব্লকের গোলেনাওহাটি অঞ্চলের পাঠানটুলি এলাকায় একটি বাড়িতে বাউন সুগার তৈরি করা হচ্ছে। সেই মতো শীতলকুচি থানার পুলিশ ওই বাড়িতে অভিযান চালিয়ে মোট ৬ জনকে গ্রেপ্তার করেছে। তবে বাড়ির মালিক তাহেজুল ইসলামের খোঁজ পাওয়া যায়নি। তাঁর স্ত্রী জেসমিন বিবি তৃণমূলের একজন পঞ্চায়েত সদস্য। ফলত, ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। জানা গিয়েছে, ওই কারখানায় ব্রাউন সুগার তৈরির বিভিন্ন সরঞ্জাম ছিল। মালদহের কালিয়াচক, ভুটান সীমান্তের জয়গাঁ থেকে লোক এনে কারবার চালানো হত। পোস্ত গাছের ফলের আঠার সঙ্গে বিভিন্ন কেমিক্যাল মিশিয়ে নানা প্রক্রিয়ার মাধ্যমে তাঁরা ব্রাউন সুগার তৈরি করতেন। গভীর রাতে সকলের চোখের আড়ালে কাজ সারতেন তাঁরা।