অমানবিক ঘটনা! ছাগল খেয়ে ফেলার অপরাধে এক সারমেয়কে ধারালো অস্ত্রের কোপ। গ্রেপ্তার অভিযুক্ত। এমনকি প্রতিবাদ করলে স্থানীয়দের ধারালো অস্ত্র নিয়ে তাড়া করার অভিযোগ উঠেছে ধৃতের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে, নদিয়ার শান্তিপুরের সূত্রাগড় মুচিপাড়া লেন এলাকায়।
স্থানীয়দের অভিযোগ, বৃহস্পতিবার সকালে স্থানীয়রা একটি বাচ্চা সারমেয়ের চিৎকার শুনতে পান। বাড়ির বাইরে বেরিয়ে দেখতে পান একটি বাচ্চা সারমেয় রক্তাক্ত অবস্থায় রাস্তায় ছটফট করছে। দেখেই বোঝা যায়, ওই সারমেয়কে ধারালো অস্ত্র দিয়ে কোপ মারা হয়েছে।
স্থানীয়দের আরও অভিযোগ, এরপর খোঁজ নিয়ে জানা যায় এলাকার এক বাসিন্দা নাম শৈলেন ঘোষ, তিনি ওই বাচ্চা সারমেয়টিকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়েছেন। কারণ শৈলেনের একটি ছাগল ওই বাচ্চা সারমেয় নাকি খেয়ে ফেলেছে। শুধুমাত্র অনুমানের বশে ওই বাচ্চা সারমেয়টিকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়েছেন শৈলেন। এমনটাই অভিযোগ বাসিন্দাদের।
এখানেই থেমে থাকেনি ঘটনা। ক্ষিপ্ত বাসিন্দারা বিষয়টি নিয়ে প্রতিবাদ জানাতে গেলে তাদেরকেই ধারালো অস্ত্র নিয়ে তাড়া করেন অভিযুক্ত শৈলেন। এমনটা অভিযোগ এলাকার বাসিন্দাদের। এই ঘটনায় যথেষ্ট উত্তেজনা সৃষ্টি হয় মুচিপাড়া লেন এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে শান্তিপুর থানার পুলিশ। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে শৈলেন ঘোষকে গ্রেফতার করে পুলিশ। আপাতত চিকিৎসা শুরু হয়েছে সারমেয়টির।