বড়দিনের আগেই দিঘাকে ‘গ্রিন ক্লিন’ করার লক্ষ্যে নেমে পড়েছে দিঘা শংকরপুর উন্নয়ন পর্ষদ ও জেলা প্রশাসন। আর কদিন পরেই আসছে বড়দিন। আর বড়দিন মানেই দিঘা, মন্দারমনি, তাজপুর, শংকরপুর সহ সৈকত জুড়ে পর্যটকদের মেলা। তাই শীত আসার আগেই এইসব সৈকতের দিকে এবার বিশেষ নজর দিচ্ছে দিঘা শংকরপুর উন্নয়ন পর্ষদ ও জেলা প্রশাসন। মন্দারমনি থেকে দিঘা যাওয়ার মেরিন ড্রাইভ (সৈকত সুন্দরী) মেরামত করার কাজ শুরু হয়েছে। ৭.৬ কিলোমিটার রাস্তার কাজ ইতিমধ্যেই করা হচ্ছে।
এই সংক্রান্ত ওয়ার্ক অর্ডার দেওয়া হয়ে গিয়েছে বলে জানা গিয়েছে। অবশ্য এই রাস্তা তৈরি করার জন্য অনেক দিনের দাবি ছিল হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশন ও স্থানীয় বাসিন্দাদের। যদিও এই রাস্তা সারাইয়ের ক্ষেত্রে একটি জমি নিয়ে সমস্যা ছিল। সেই সমস্যা মিটে যাওয়ার পরেই রাস্তার কাজ শুরু হয়েছে। এই রাস্তা মেরামত করতে মোট খরচ পড়ছে ১২ কোটি টাকা। কাজের শেষে এই রাস্তা আরও চওড়া হবে বলে মনে করছে পর্ষদ ও প্রশাসন। রাস্তা মেরামতের কাজ শেষ করতে প্রায় আড়াই মাস মত লাগবে বলে মনে করা হচ্ছে। সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের পরিকাঠামোর কাজও প্রায় শেষ হতে চলেছে। শীতের মধ্যেই এই প্রকল্প চালু হবে বলে জানা গিয়েছে।