উৎসবের মাঝে অঘটন কোচবিহারের দিনহাটায়। চওড়াহাট বাজারে শনিবার ভোরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বিধ্বংসী অগ্নিকাণ্ডে ভস্মীভূত ১৮টি দোকান। বাজারের পেঁয়াজপট্টিতে আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকলের পাঁচটি ইঞ্জিন। প্রায় চার ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কী কারণে আগুন লাগল, তা তদন্ত করে দেখা হচ্ছে।
শনিবার ভোরে একটি দোকানে আগুনের শিখা দেখতে পান এক ব্যবসায়ী। তিনিই দমকলকে ফোন করে অগ্নিকাণ্ডের খবর জানান। দমকল আধিকারিক শংকর সেন বলেন, আমরা খবর পাওয়া মাত্রই কাজ শুরু করি। চার ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। সকালেই ঘটনাস্থলে যান উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। তিনি বলেন, ব্যবসায়ীদের অসচেতনতাও এই আগুন লাগার জন্য কিছুটা দায়ী। ১৮টি দোকান পুড়ে গিয়েছে। দ্রুত আর্থিক সাহায্য করা হবে ব্যবসায়ীদের।
দিনহাটা মহকুমা ব্যবসায়ী সমিতির সম্পাদক রানা গোস্বামী বলেন, ব্যবসায়ীরা কিছুটা অসচেতনভাবে বাজারে ঘিঞ্জি দোকান করেছেন। সেই কারণেই দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। আগুনে কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে। প্রাথমিক তদন্তে অনুমান, শট-সার্কিট থেকে আগুন লেগেছে। প্রসঙ্গত, কোচবিহার জেলার অন্যত্তম বৃহত্তম বাজার দিনহাটা শহরের চওড়াহাট বাজার। জেলা নিয়ন্ত্রিত বাজার সমিতির অধীনে থাকা এই বাজারে হাজারের বেশি দোকান রয়েছে। গত ১০ বছরে তিন-চারবার আগুন লেগেছে এই বাজারে।