• facebook
  • twitter
Friday, 27 December, 2024

ছবির সাফল্য কামনায় তারাপীঠে পুজো দিলেন দেব

বিগত লোকসভা ভোটে বীরভূম লোকসভা কেন্দ্রের দলীয় তারকা প্রার্থী শতাব্দী রায়ের প্রচারে জেলায় এসেছিলেন তারকা প্রচারক দীপক অধিকারী ওরফে দেব।

বিগত লোকসভা ভোটে বীরভূম লোকসভা কেন্দ্রের দলীয় তারকা প্রার্থী শতাব্দী রায়ের প্রচারে জেলায় এসেছিলেন তারকা প্রচারক দীপক অধিকারী ওরফে দেব। এবার শুক্রবার ৬ ডিসেম্বর নিজের ‘খাদান’ ছবির সাফল্য কামনায় তারাপীঠ মন্দিরে এসে ডালি হাতে মা তারাকে পুজো দিলেন ঘাটালের সাংসদ অভিনেতা দেব।

তিনি জানান, মা তারার চরণে পুজো দিয়ে সকলের ও ‘খাদান’ ছবির সাফল্য কামনায় পুজো দিলাম। এদিন প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে তাঁর মতামত জানতে চাইলে তিনি এ ব্যাপারে কোনও মন্তব্য করতে অস্বীকার করে বলেন, এটি মায়ের মন্দির। এখানে তিনি পুজো দিতে এসেছেন। এখানে অন্য কোনও বিষয়ে মন্তব্য করা যায় না।