মুর্শিদাবাদে বোমাবাজিতে তৃণমূল কর্মীর মৃত্যু

দুর্গাপুজো মিটতেই অশান্ত মুর্শিদাবাদ (Murshidabad)। তৃণমূলের দুই গোষ্ঠীর দুর্গাপুজো মিটতেই অশান্ত মুর্শিদাবাদ। তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষ ঘিরে উত্তপ্ত সালার থানার কান্দরা গ্ৰাম। এলাকায় তুমুল বোমাবাজির ঘটনা ঘটে। এর জেরে মৃত্যু হয় ব্লক সভাপতির অনুগামী এক তৃণমূল কর্মীর। কে বা কারা বোমাবাজি করল, উদ্দেশ্যই বা কী, তা নিয়ে ধন্দ তৈরি হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রউফ আলি নামে এক ব্যক্তির সঙ্গে দলীয় কার্যালয় থেকে মোটর বাইকে করে বাড়ি ফিরছিলেন আলাই শেখ। সেই সময় দুষ্কৃতীরা রউফ আলিকে প্রাণে মারার উদ্দেশ্যে তাঁকে লক্ষ্য করে বোমা ছোড়ে। রউফ পালিয়ে গেলেও আলাই শেখ পালাতে পারেননি। তাঁকে বেধড়ক মারধর করা হয়। সালার গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা আলাই শেখকে (৫৫) মৃত বলে ঘোষণা করেন।

মুর্শিদাবাদ জেলার রানিনগর থানার শেখপাড়া কলেজপাড়া এলাকাতেও সোমবার রাতে বোমাবাজির ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে খবর, তৃণমূল পঞ্চায়েত সদস্যের বাড়ির পাশেই বোমা ফাটানো হয়। শক্তিশালী বোমার আঘাতে গোটা এলাকা কেঁপে ওঠে। আতঙ্কে ঘর ছেড়ে বেরিয়ে এদিক-ওদিক ছুটোছুটি শুরু করে দেন স্থানীয় বাসিন্দারা।


সালারে বোমাবাজিতে একজনের মৃত্যু হলেও রানিনগরে বোমা বিস্ফোরণের ঘটনায় হতাহতের খবর মেলেনি। বোমাবাজির খবর পেয়ে ঘটনাস্থলে যায় রানিনগর থানার পুলিশ। বোমাবাজির ঘটনায় রাজনৈতিক যোগ আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।