গাড়ি রাখাকে কেন্দ্র করে বচসা। আর তার জেরেই প্রথমে অসুস্থ হয়ে পড়েন প্রৌঢ় এবং শেষে মৃত্যু হয়েছে তাঁর। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ট্যাংরায়। এই ঘটনার মধ্যেই বিজয়গড় কাণ্ডের ছায়া লক্ষ্য করছেন অনেকেই।
পুলিশ সূত্রে জানা গিয়েছে নিহত, প্রৌঢ়ের নাম অরুণ গুপ্ত (৪৮)। তাঁর বাড়ি ট্যাংরার মথুরবাবু লেনে। তিনি কেরোসিন এবং ইঞ্জিনের তেল বিক্রি করতেন। বাড়িতেই তাঁর দোকান ছিল। নিজের মোটরসাইকেলে করেই তিনি বিক্রির জন্য তেল কিনে আনতেন। অভিযোগ, শনিবার দুপুর তিনটে নাগাদ দোকানের সামনে গাড়ি রাখাকে কেন্দ্র করে গৌরব শাহ এবং আরিয়ান শাহ নামে দুই যুবকের সঙ্গে তাঁর বচসা বাধে। এরপর বচসায় যোগ দেন গৌরব ও আরিয়ানের ভাই রাজেশ শাহ ও রবি শাহ নামে আরও দুই যুবক। ক্রমে সেই বচসা হাতাহাতিতে গড়ায়।
এরই মধ্যে অসুস্থ হয়ে পড়েন অরুণ। তাঁকে প্রথমে বাড়িতে নিয়ে যাওয়া হয়। তারপর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে এনআরএস হাসপাতালে নিয়ে যান পরিবারের লোকেরা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। এরপর রাজেশ ও রবিকে আটক করে পুলিশ।