• facebook
  • twitter
Sunday, 22 December, 2024

রেললাইনের ধার থেকে উদ্ধার এক ব্যক্তির দেহ

স্থানীয়দের দাবি, ট্রেন থেকে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে ওই ব্যক্তির।

প্রতীকী ছবি।

বৃহস্পতিবার সকালে নদিয়ার কল্যাণী ৪২ নম্বর রেলগেটের সন্নিকটে উদ্ধার এক ব্যক্তির মৃতদেহ। মৃতের নাম মনোরঞ্জন বর্মন(৫০)। বাড়ি নদিয়ার শান্তিপুরের বর্মনপাড়া এলাকায়।

স্থানীয়রা জানান, সকালে এলাকার লোকজন রেললাইনের ধারে এক ব্যক্তির মৃতদেহ দেখতে পেয়ে কল্যাণী থানায় খবর দেয়। পুলিশ দেহটি উদ্ধার করে।
স্থানীয়দের দাবি, ট্রেন থেকে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে ওই ব্যক্তির। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।