• facebook
  • twitter
Wednesday, 4 December, 2024

প্রতিবন্ধী দিবসে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মনোজ্ঞ অনুষ্ঠান

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক, পূর্ত কর্মাধ্যক্ষ মেহমুদ খান, বিদ্যালয় পরিদর্শক অনিন্দিতা সাহা সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা।

নিজস্ব চিত্র।

বিশ্ব প্রতিবন্ধী দিবসে পূর্ব বর্ধমানের বিভিন্ন অঞ্চলে হলো নানান মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রতিযোগিতা। জামালপুর চক্র সম্পদ কেন্দ্রে প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক বিদ্যালয়ের বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক, পূর্ত কর্মাধ্যক্ষ মেহমুদ খান, বিদ্যালয় পরিদর্শক অনিন্দিতা সাহা সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা। এই বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে কবিতা আবৃত্তি, বসে আঁকো ও চকলেট দৌড়ের আয়োজন করা হয়। সকল অংশগ্রহণ কারীদের উৎসাহিত করার জন্য বিশেষ পুরস্কার দেওয়া হয়। উপস্থিত অভিভাবকদের নিয়ে একটি আলোচনা সভাও করা হয়। মেহমুদ খান বলেন, আজকের এই বিশেষ দিনে এই অনুষ্ঠানের আয়োজন খুবই ভালো উদ্যোগ। এই শিশুরা যেন কখনও নিজদের অন্যের থেকে আলাদা না ভাবে। তিনি অভিভাবকদের উদ্দেশে বলেন, বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা আছে এই শিশুদের জন্য। তাঁরা যেন সেগুলোর জন্য সঠিক জায়গায় আবেদন করেন।
শহরের কৃষ্ণসায়র পরিবেশ কাননে রোটারী ক্লাব অব বর্ধমান সাউথ এর উদ্যোগে ভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। উদ্যোক্তাদের পক্ষে সাবর্ণ কুমার দে জানান,৬ সংগঠনের প্রায় সাড়ে তিনশো চাহিদা সম্পন্ন পড়ুয়া অংশ নেন। সাংস্কৃতিক অনুষ্ঠান, দিনভর অঙ্কন প্রতিযোগিতার ব্যবস্থা হয়েছিল। উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি সুব্রত মুখোপাধ্যায়, সম্পাদক সোমা ঘোষ প্রমুখ। গুসকরা কলেজের শারীর শিক্ষা বিভাগের উদ্যোগে শিশুদের নিয়ে হয় আঁকা প্রতিযোগিতা। এছাড়াও তাদের দিয়ে সুপারি গাছ রোপণ করা হয়। কলেজের অধ্যক্ষ সুদীপ চট্টোপাধ্যায় বলেন, এই শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য এ ধরনের কর্মসূচি পালন করা হলো।