• facebook
  • twitter
Wednesday, 2 April, 2025

‘মোবাইল ছাড়ো মাঠে এসো’

খড়গপুর সদরের প্রাক্তন বিধায়ক প্রদীপ সরকার বলেন, ক্রিকেট, ফুটবল যে খেলাই হোক, নতুন প্রজন্ম যেন সেই খেলার জন্য মাঠমুখী হয়, এটাই আমাদের পরিকল্পনা।

ত দিন যাচ্ছে, নতুন প্রজন্ম তত বুঁদ হয়ে যাচ্ছে মোবাইলে। নবীন প্রজন্মের এই মোবাইল মগ্নতা কাটাতে খড়গপুর গ্রিন একাডেমির এবারের মন্ত্র, ‘মোবাইল ছাড়ো, মাঠে এসো’। গ্রিন একাডেমির কর্ণধার খড়গপুর সদরের প্রাক্তন বিধায়ক প্রদীপ সরকার বলেন, ক্রিকেট, ফুটবল যে খেলাই হোক, নতুন প্রজন্ম যেন সেই খেলার জন্য মাঠমুখী হয়, এটাই আমাদের পরিকল্পনা।

গ্রিন একাডেমির উদ্যোগে সুভাষপল্লী বিএনআর ময়দানে খড়গপুর শহরের ৩৫টি ওয়ার্ডের ৩৫টি দল এবং প্রশাসনের একটি দল নিয়ে আগামী ৩০ মার্চ থেকে শুরু হচ্ছে ক্রিকেট প্রতিযোগিতা। চলবে আগামী ৫ এপ্রিল অবধি। তিনি বলেন, বিজয়ী দল ট্রফি ও নগদ একান্ন হাজার টাকা এবং রানার্স ট্রফি এবং নগদ ৩১ হাজার টাকা পাবে। এছাড়াও এই খেলায় থাকবে বহু পুরস্কার। প্রশাসনিক দলের নেতৃত্ব দেবেন খড়্গপুরের মহকুমা শাসক পাতিল অশোকরাও যোগেশ। প্রদীপ জানান, ভারত পাকিস্তানের প্রবীণ ক্রিকেটারদের খেলার আয়োজন করেছিল গ্রিন একাডেমি। এই মাঠেই খেলে গিয়েছেন ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক।