শনিবার ওষুধের মূল্যবৃদ্ধি এবং রাজ্যের প্রতি কেন্দ্রীয় সরকারের বঞ্চনার প্রতিবাদে মিছিলের পর রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস বলেন, সিপিএম-এর কোনও কাজ নেই। ওরা খালি চেষ্টা করে যাঁদের নিয়োগ হয়েছে তাঁদের কীভাবে চাকরি থেকে বরখাস্ত করা যায়। এই করেই অনেক যোগ্য এবং মেধাবীদের চাকরি চলে গেছে। আইনজীবী তথা বামনেতা বিকাশ ভট্টাচার্যকেও কটাক্ষ করে বলেন, বিকাশবাবুর কোনও কাজ নেই। তাই তিনি সারাদিন চাকরি খাওয়ার কাজ নিয়ে লেগে থাকেন।
উল্লেখ্য, কলকাতা হাইকোর্টের রায়ই বজায় রেখেছে সুপ্রিম কোর্ট। ২০১৬ সালের প্রায় ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগকে অবৈধ আখ্যা দিয়ে পুরো প্যানেল বাতিলের নির্দেশ এসেছে। শীর্ষ আদালতের রায়ে শুধু চাকরি বাতিল নয়, মাইনে ফেরত এবং পুনরায় পরীক্ষা নেওয়ার একাধিক নির্দেশ ও শর্তও জুড়ে দেওয়া হয়েছে। ২০১৬ এসএসসি-র শিক্ষক নিয়োগ নিয়ে যে দুর্নীতির অভিযোগ উঠেছিল সেই মামলায় কলকাতা হাইকোর্ট সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়াই বাতিল করে দিয়েছিল। এর ফলে চাকরি হারান ২৫ হাজার ৭৫৩ জন।
এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার। আলাদা করে মামলা করে রাজ্যের শিক্ষা দফতর, এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদও। পাশাপাশি মামলা করেন চাকরিহারারাও। এর আগে সুপ্রিম কোর্ট চাকরি বাতিলে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছিল। বৃহস্পতিবার চূড়ান্ত রায় দেয় শীর্ষ আদালত।